নাজমুল হক বাপ্পি। একাধারে চিত্রশিল্পী, নাট্যনির্মাতা এবং শিক্ষক। বর্তমানে ছবি আঁকার পাশাপাশি নাটক নির্মাণ করছেন তিনি। এবারের ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি তিনি নির্মাণ করেছেন একক নাটক ‘আমি অভিনয় করিনি’। এতে প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন খায়রুল বাশার ও জান্নাতুল সুমাইয়া হিমি। এতে আরো অভিনয় করেছেন রেবেকা রউফ, শিখা মৌ প্রমুখ। অন্তর মাশউদ এর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান।
হিমি বলেন, ‘নাটকের গল্পটি একটু ব্যতিক্রম। সাধারণত এ ধরনের গল্পের নাটক আমরা কম দেখি। গল্পের মেয়েটির সাথে ফেসবুকে পরিচয় হয় এক ছেলের। তার সাথে নিয়মিত যোগাযোগ হয়। মেয়েটি গ্রাম থেকে পালিয়ে ঢাকা আসতে ছেলেটির সহযোগিতা নেয়। কিন্তু ছেলেটি প্রতারক। মেয়েটির টাকা ও গহনা সব কিছু নিয়ে পালিয়ে যায়। প্রতিনিয়ত আমাদের আশে পাশে এমন ঘটনা ঘটে। গল্পে বার্তা আছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজটি করেছি। আশা করছি দর্শক পছন্দ করবে।’
নাজমুল হক বাপ্পি বলেন, ‘রোমান্টিক ধাঁচের ভিন্নধর্মী গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। ‘আমি অভিনয় করিনি’ ঈদ অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচার হবে। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
সোমবার, ১৯ জুলাই ২০২১
নাজমুল হক বাপ্পি। একাধারে চিত্রশিল্পী, নাট্যনির্মাতা এবং শিক্ষক। বর্তমানে ছবি আঁকার পাশাপাশি নাটক নির্মাণ করছেন তিনি। এবারের ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি তিনি নির্মাণ করেছেন একক নাটক ‘আমি অভিনয় করিনি’। এতে প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন খায়রুল বাশার ও জান্নাতুল সুমাইয়া হিমি। এতে আরো অভিনয় করেছেন রেবেকা রউফ, শিখা মৌ প্রমুখ। অন্তর মাশউদ এর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান।
হিমি বলেন, ‘নাটকের গল্পটি একটু ব্যতিক্রম। সাধারণত এ ধরনের গল্পের নাটক আমরা কম দেখি। গল্পের মেয়েটির সাথে ফেসবুকে পরিচয় হয় এক ছেলের। তার সাথে নিয়মিত যোগাযোগ হয়। মেয়েটি গ্রাম থেকে পালিয়ে ঢাকা আসতে ছেলেটির সহযোগিতা নেয়। কিন্তু ছেলেটি প্রতারক। মেয়েটির টাকা ও গহনা সব কিছু নিয়ে পালিয়ে যায়। প্রতিনিয়ত আমাদের আশে পাশে এমন ঘটনা ঘটে। গল্পে বার্তা আছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজটি করেছি। আশা করছি দর্শক পছন্দ করবে।’
নাজমুল হক বাপ্পি বলেন, ‘রোমান্টিক ধাঁচের ভিন্নধর্মী গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। ‘আমি অভিনয় করিনি’ ঈদ অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচার হবে। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’