দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নানা মাত্রিক চরিত্রে দুর্দান্ত অভিনয়ে তিনি দর্শকদের হৃদয় জয় করে আসছেন। ধীরে ধীরে জনপ্রিয় হওয়া ওয়েব মাধ্যমেও যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন এ অভিনেতা। সেই ধারাবাহিকতায় নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন চঞ্চল। সিরিজটির নাম ‘বলি’। হইচই প্ল্যাটফরমে এ সিরিজ মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি হইচই তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে সিরিজটির অফিসিয়াল পোস্টার। ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে জানানো হয়েছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিরিজটি দেখা যাবে ডিসেম্বরে।
তবে মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি। পোস্টারে চঞ্চলকে একেবারে ভিন্ন এক লুকে দেখা গেছে। সিরিজে চঞ্চল ছাড়া আরও অভিনয় করেছেন- ইরেশ যাকের, সাফা কবির, সোহানা সাবা, সালাহউদ্দিন লাভলু ও সোহেল ম-ল। তাদেরকেও পোস্টারে দেখা গেছে। ওটিটি প্ল্যাটফরম হইচই তাদের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ থেকে ৫টি অরিজিনাল নির্মাণের ঘোষণা দেয়।
তার মধ্যে ‘বলি’ একটি। প্রাচীন এক লোককাহিনীর ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে অ্যাকশন-থ্রিলার বলি। এই ওয়েব সিরিজটি নিয়ে বেশ আশাবাদী চঞ্চল। তিনি বলেন, ‘বলি’ টিমের সবাই আমরা আশাবাদী। আপনাদের জন্য ভালো একটা ওয়েব সিরিজ দেখতে পারবেন বলে আশা করছি। উল্লেখ্য, এর আগে হইচইয়ে মুক্তি পাওয়া চঞ্চল অভিনীত ‘তাকদীর’-এর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা