image

বিচ্ছেদের গুঞ্জন নস্যাৎ করলেন প্রিয়াঙ্কা চোপড়া

বুধবার, ২৪ নভেম্বর ২০২১
বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া টুইটার ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে তার স্বামী নিক জোনাসের পদবি মুছে ফেলার পর বিচ্ছেদের গুঞ্জন যে ছড়িয়ে পড়েছিল, নিকের প্রতি ভালোবাসার বার্তা দিয়ে তাতে জল ঢেলে দিলেন এ অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাষ্ট্রের গায়ক-গীতিকার নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে ইনস্টাগ্রাম ও টুইটারে জোনাস নামে সক্রিয় ছিলেন। চলতি সপ্তাহে সেখান থেকে জোনাসের নাম মুছে ফেলার পর থেকে গুঞ্জন দানা বাঁধতে থাকে ভক্তদের মনে।

সোমবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার মধ্যে প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও এটিকে গুজব বলেছেন; বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কা সরাসরি কোনো মন্তব্য না করলেও নিকের প্রতি ভালোবাসার বার্তা দিয়ে গুঞ্জনে ইতি টেনেছেন।

নিক জোনাস জিম থেকে শরীর চর্চার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলে তার কমেন্টে প্রিয়াঙ্কা লিখেছেন, “তোমার বাহুডোরে মরতে চাই।”

২০১৭ সালে পরিচয়ের পরের বছরই সংসারজীবন শুরু করেন প্রিয়াঙ্কা-নিক। কয়েকদিন পরই তৃতীয় বিবাহবার্ষিকী হবে তাদের।

সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া বলিউড জয়ের পর এখন হলিউডেই বেশি মনোযোগী। কিয়ানু রিভসের ম্যাট্রিক্স সিরিজের আসন্ন সিনেমায় দেখা যাবে এই বলিউড তারকাকে।

সম্প্রতি