image

শিল্পী সমিতির নির্বাচনে পরীমনি

বুধবার, ১২ জানুয়ারী ২০২২
বিনোদন প্রতিবেদক

পরীমনি এবং আলোচনা শব্দ দুটি যেন সমার্থক। ২০২১ সাল জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই চলচ্চিত্র নায়িকা। ২০২১ শেষ হতেই নতুন বছরের শুরুতেই বিয়ে এবং মা হওয়ার সংবাদ জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আলোচনায় পরীমনি।

আগামী ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। গতকাল রাতেই মনোয়নপত্রে স্বাক্ষর করেছেন পরীমনি।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যাদের একটি মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল, অন্যটি ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে পরীমনি কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচন করবেন। বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন একই প্যানেলের সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি বলেন, ‘পরীমনির অনুমতি নিয়ে তাঁর জন্য সোমবার নমিনেশন ফরম তুলেছিলাম। গত রাতে তিনি স্বাক্ষর করেছেন। তিনি আমাদের সঙ্গে নির্বাচন করছেন’।

চলচ্চিত্র শিল্পীদের কাছে পরীমণি বেশ জনপ্রিয়। শিল্পীদের নানা সমস্যায় তিনি পাশে থাকেন। অভিনয়ে আসার পর থেকেই প্রতি বছর কোরবানি ঈদে দুঃস্থ শিল্পীদের জন্য গরু কোরবানি দিয়ে আসছেন পরীমনি। শিল্পীদের অনেকেই পরীমনির নির্বাচনের খবরে আনন্দিত হয়েছেন।

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

সম্প্রতি