দেশবরেণ্য নির্মাতা-অভিনেতা আফজাল হোসেনের চলচ্চিত্র ‘মানিকের লালকাঁকড়া’-তে সিনেমায় গানে ও দৃশ্যায়নে দেখা যাবে উপস্থাপক, শিল্পী, লেখক, ইউটিউবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেককে।
এ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের গানে ও দৃশ্যায়নে একজন মিউজিশিয়ানের চরিত্রেও তাকে দেখা যাবে।
এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, বিষয়টি কাকতালীয়, তবে আমার জন্য অনেক বড় পাওয়া। আফজাল ভাইয়ের শিশুতোষ চলচ্চিত্র ‘মানিকের লালকাঁকড়া’। তারই দুটি গান নিয়ে প্রথমে কথা হয়। এরমধ্যে একটি ছিল রবীন্দ্রসংগীত। নির্মাতা তার গল্পের প্রয়োজনে এই গানটিই পছন্দ করেন। আফজাল ভাই আমাকে গিটারের ওপরেই গানটি বাঁধতে বলেন। সেভাবেই আমার স্টুডিওতে অণিমাকে দিয়ে গাওয়াই।
তানভীর তারেক আরও বলেন, আসলে অভিনয়ের বিষয়ে আফজাল ভাই আমাকে কিছুই বলেননি। শুধু বললেন আগামীকাল শুটিং। তুমি কি তোমার গিটারটা নিয়ে আসতে পারবে? দেশের কিংবদন্তি একজন অভিনেতা-নির্মাতার অনুরোধ আমার কাছে আদেশের মতো। আমি রাজি হলাম। একজন মিউজিশিয়ানের চরিত্রে কিছু সংলাপ নিয়ে হাজির হবো অভিনয়ে।
তানভীরের সঙ্গে এ অংশে চিত্রনায়ক ফেরদৗস, সোহানা সাবাকে দেখা যাবে। জানা গেছে ছবিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে তৈরি। ছবির আরো কিছু কাজ ঢাকাসহ বিভিন্ন লোকেশনে ধারণ করা হবে।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
দেশবরেণ্য নির্মাতা-অভিনেতা আফজাল হোসেনের চলচ্চিত্র ‘মানিকের লালকাঁকড়া’-তে সিনেমায় গানে ও দৃশ্যায়নে দেখা যাবে উপস্থাপক, শিল্পী, লেখক, ইউটিউবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেককে।
এ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের গানে ও দৃশ্যায়নে একজন মিউজিশিয়ানের চরিত্রেও তাকে দেখা যাবে।
এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, বিষয়টি কাকতালীয়, তবে আমার জন্য অনেক বড় পাওয়া। আফজাল ভাইয়ের শিশুতোষ চলচ্চিত্র ‘মানিকের লালকাঁকড়া’। তারই দুটি গান নিয়ে প্রথমে কথা হয়। এরমধ্যে একটি ছিল রবীন্দ্রসংগীত। নির্মাতা তার গল্পের প্রয়োজনে এই গানটিই পছন্দ করেন। আফজাল ভাই আমাকে গিটারের ওপরেই গানটি বাঁধতে বলেন। সেভাবেই আমার স্টুডিওতে অণিমাকে দিয়ে গাওয়াই।
তানভীর তারেক আরও বলেন, আসলে অভিনয়ের বিষয়ে আফজাল ভাই আমাকে কিছুই বলেননি। শুধু বললেন আগামীকাল শুটিং। তুমি কি তোমার গিটারটা নিয়ে আসতে পারবে? দেশের কিংবদন্তি একজন অভিনেতা-নির্মাতার অনুরোধ আমার কাছে আদেশের মতো। আমি রাজি হলাম। একজন মিউজিশিয়ানের চরিত্রে কিছু সংলাপ নিয়ে হাজির হবো অভিনয়ে।
তানভীরের সঙ্গে এ অংশে চিত্রনায়ক ফেরদৗস, সোহানা সাবাকে দেখা যাবে। জানা গেছে ছবিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে তৈরি। ছবির আরো কিছু কাজ ঢাকাসহ বিভিন্ন লোকেশনে ধারণ করা হবে।