image

ওয়েব সিরিজে প্রথমবার মোশাররফ করিম-তারিক আনাম, সঙ্গে মিথিলা

শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
বিনোদন প্রতিবেদক

ধীরে ধীরে আমাদের দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠছে ওটিটি ওটিটি প্ল্যাটফর্ম। আমাদের দেশের অনেক গুনী নির্মাতা ও শিল্পীরা ইতিমধ্যে নাম লিখিয়েছেন এই মাধ্যমে। এবার ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে গুরু তারিক আনাম খান ও শিষ্য মোশাররফ করিমকে।

ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর তাঁর নতুন ওয়েব সিরিজ ‘দৌড়’ এ দেখা যাবে তাদেরকে। রায়হান খানের পরিচালনায় এই নতুন সিরিজে তাঁর সঙ্গে আছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও।

ইতিমধ্যে কয়েকদিন শুটিংও হয়েছে ওয়েব সিরিজটির। মিথিলা করোনা থেকে সেরে উঠলে এবং মোশাররফ করিম কলকাতা থেকে দেশে ফিরে আসলে আবারও শুরু হবে ওয়েব সিরিজিটির শুটিং। আগামী মার্চে ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ঘোষনা করেছে ‘মহানগর’ ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব নির্মান করার। গত বছর ‘মহানগর’ ওয়েব সিরিজে কাজ করে হইচই ফেলে দেন মোশারফ করিম। তবে দ্বিতীয় পর্বে মশাররফ করিম থাকবেন কিনা সেই বিষয়ে নির্মাতা আশাফাক নিপুণ এখনও কোন কিছু জানাননি।

সম্প্রতি