আজ ঈদের ৫ম দিন রাত ৮টায় একুশে টেলিভিশনে প্রচার হবে ঈদের বিশেষ নাটক “সেদিন কী ঘটেছিল?” নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সমাপ্তি মাসুক, মনি চৌধূরী, মাসুম বাশার, মিলি বাশার, সবুজ রহমান, শাকিলা আকতার, মীর শহীদ, প্রিয়াংকা মনি প্রমুখ।
গল্পে দেখা যায় আসিফ চাকরি করে এনজিওতে। সেই সূত্রে শহর থেকে দূরে প্রকৃতির মাঝে সস্তায় একটা ছিমছাম বাড়ি ভাড়া নিয়ে থাকে। সাথে থাকে তার মা। মূলত মায়ের চাপে পড়ে সে বিয়ে করে ঐশিকে। বাসর রাতেই আসিফ ঐশিকে জানায়, সে একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটি তাকে ডাম্প করেছে। এরপরে থেকে তার ভালোবাসার প্রতি আস্থাই নষ্ট হয়ে গেছে। পরিবারের চাপে বিয়ে করলেও তাই সে কখনো ঐশিকে ভালোবাসতে পারবে না।
কিন্তু পরিবারের বৌ হিসেবে যথাযথ সম্মান করবে। নিয়মমাফিক দাম্পত্য জীবন শুরু হয়। সব ঠিক থাকলেও কোথায় যেন এক শূণ্যতা অনুভব করে দুজনেই। এক দুপুরে ঐশি আয়নার মনের খেয়ালে সাজতে বসে আবিস্কার করে এক ছায়া। ধীরে ধীরে ঐশি আবিস্কার করে এই তরুনীকে।
সেই তরুনী দেখতে অবিকল তারই মতো। তরুনীকে দেখে প্রথমে সে ভয় পেলেও ধীরেধীরে সেই ভুতুড়ে তরুনীর সাথে তার একাকীত্ব ভাগ করে নেয়। এই ভুতুরে তরূনীকে ঐশি ছাড়া আর কেউ দেখে না। সে আসলে এক অতৃপ্ত আত্মা। তার নাম পিয়ানা। সে এই বাড়িতেই থাকতো তার স্বামীর সঙ্গে। এগুতে থাকে নাটক
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ০৭ মে ২০২২
আজ ঈদের ৫ম দিন রাত ৮টায় একুশে টেলিভিশনে প্রচার হবে ঈদের বিশেষ নাটক “সেদিন কী ঘটেছিল?” নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সমাপ্তি মাসুক, মনি চৌধূরী, মাসুম বাশার, মিলি বাশার, সবুজ রহমান, শাকিলা আকতার, মীর শহীদ, প্রিয়াংকা মনি প্রমুখ।
গল্পে দেখা যায় আসিফ চাকরি করে এনজিওতে। সেই সূত্রে শহর থেকে দূরে প্রকৃতির মাঝে সস্তায় একটা ছিমছাম বাড়ি ভাড়া নিয়ে থাকে। সাথে থাকে তার মা। মূলত মায়ের চাপে পড়ে সে বিয়ে করে ঐশিকে। বাসর রাতেই আসিফ ঐশিকে জানায়, সে একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটি তাকে ডাম্প করেছে। এরপরে থেকে তার ভালোবাসার প্রতি আস্থাই নষ্ট হয়ে গেছে। পরিবারের চাপে বিয়ে করলেও তাই সে কখনো ঐশিকে ভালোবাসতে পারবে না।
কিন্তু পরিবারের বৌ হিসেবে যথাযথ সম্মান করবে। নিয়মমাফিক দাম্পত্য জীবন শুরু হয়। সব ঠিক থাকলেও কোথায় যেন এক শূণ্যতা অনুভব করে দুজনেই। এক দুপুরে ঐশি আয়নার মনের খেয়ালে সাজতে বসে আবিস্কার করে এক ছায়া। ধীরে ধীরে ঐশি আবিস্কার করে এই তরুনীকে।
সেই তরুনী দেখতে অবিকল তারই মতো। তরুনীকে দেখে প্রথমে সে ভয় পেলেও ধীরেধীরে সেই ভুতুড়ে তরুনীর সাথে তার একাকীত্ব ভাগ করে নেয়। এই ভুতুরে তরূনীকে ঐশি ছাড়া আর কেউ দেখে না। সে আসলে এক অতৃপ্ত আত্মা। তার নাম পিয়ানা। সে এই বাড়িতেই থাকতো তার স্বামীর সঙ্গে। এগুতে থাকে নাটক