নায়ক জায়েদ খানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ঢাকাই ছবির আরেক চিত্রনায়ক ওমর সানী।
ওমর সানীর অভিযোগ, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিগত ৪ মাস ধরে বিরক্ত করছেন জায়েদ। তাদের সুখের সংসারে ভাঙনের চেষ্টা করছেন জায়েদ। শুধু মৌসুমীই নয়; জায়েদ অনেকে মেয়ের সংসার ধ্বংস করেছেন বলে গুরুতর অভিযোগ ওমর সানীর।
এর আগে ঢাকাই ছবির প্রযোজক ও খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে সবার সামনে কষে চড় মারেন ওমর সানী। মৌসুমীকে আর বিরক্ত না করতে সর্তক করে দেন।
অভিযোগ, জায়েদ খানও মেজাজ হারিয়ে পকেট থেকে পিস্তল বের করে সানীকে গুলি করবেন বলে হুমকি দেন।
তবে ঢাকাই ছবির প্রযোজক ও খল অভিনেতা ডিপজল সে ঘটনার বিষয়ে অনেক কিছুই অস্বীকার করেন। তিনি জানান, চড় বা পিস্তলকাণ্ডের কিছুই দেখেননি তিনি। আর এসব নিয়ে বিতর্ক করার কিছু নেই।
এবার মৌসুমীকে ঘিরে জায়েদের বিরুদ্ধে ওমর সানীর অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন ডিপজল। জানালেন, বিষয়টি নিয়ে মৌসুমীর সঙ্গে কথা হয়েছে তার।
গণমাধ্যমকে ডিপজল বলেন, ‘মৌসুমী আমাকে স্পষ্ট বলেছে যে, জায়েদ তার ছোট ভাইয়ের মতো। অবশ্যই জায়েদ ছোট ভাই। মৌসুমীর সঙ্গে ওই টাইপের কথা হওয়ার কথা না। মৌসুমীর সঙ্গে আমার কথা হয়েছে। সে সরাসরি একটা কথাই বলেছে যে, এটার বিতর্কে কিছু নেই বলারও।’
এদিকে জায়েদকে চড় মেরেও মেজাজ ঠাণ্ড হয়নি সানীর। জায়েদের বিরুদ্ধে চলিচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। সমিতির মাধ্যমে সুরহা না হলে জিডি করবেন বলেও জানান সানী।
শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর দেওয়া অভিযোগপত্রে ওমর সানী বলেন, ‘আমি ওমর সানী এই সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহসভাপতি ছিলাম। দীর্ঘ ৩২ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় করার চেষ্টা করে আসছে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ১৩ জুন ২০২২
নায়ক জায়েদ খানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ঢাকাই ছবির আরেক চিত্রনায়ক ওমর সানী।
ওমর সানীর অভিযোগ, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিগত ৪ মাস ধরে বিরক্ত করছেন জায়েদ। তাদের সুখের সংসারে ভাঙনের চেষ্টা করছেন জায়েদ। শুধু মৌসুমীই নয়; জায়েদ অনেকে মেয়ের সংসার ধ্বংস করেছেন বলে গুরুতর অভিযোগ ওমর সানীর।
এর আগে ঢাকাই ছবির প্রযোজক ও খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে সবার সামনে কষে চড় মারেন ওমর সানী। মৌসুমীকে আর বিরক্ত না করতে সর্তক করে দেন।
অভিযোগ, জায়েদ খানও মেজাজ হারিয়ে পকেট থেকে পিস্তল বের করে সানীকে গুলি করবেন বলে হুমকি দেন।
তবে ঢাকাই ছবির প্রযোজক ও খল অভিনেতা ডিপজল সে ঘটনার বিষয়ে অনেক কিছুই অস্বীকার করেন। তিনি জানান, চড় বা পিস্তলকাণ্ডের কিছুই দেখেননি তিনি। আর এসব নিয়ে বিতর্ক করার কিছু নেই।
এবার মৌসুমীকে ঘিরে জায়েদের বিরুদ্ধে ওমর সানীর অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন ডিপজল। জানালেন, বিষয়টি নিয়ে মৌসুমীর সঙ্গে কথা হয়েছে তার।
গণমাধ্যমকে ডিপজল বলেন, ‘মৌসুমী আমাকে স্পষ্ট বলেছে যে, জায়েদ তার ছোট ভাইয়ের মতো। অবশ্যই জায়েদ ছোট ভাই। মৌসুমীর সঙ্গে ওই টাইপের কথা হওয়ার কথা না। মৌসুমীর সঙ্গে আমার কথা হয়েছে। সে সরাসরি একটা কথাই বলেছে যে, এটার বিতর্কে কিছু নেই বলারও।’
এদিকে জায়েদকে চড় মেরেও মেজাজ ঠাণ্ড হয়নি সানীর। জায়েদের বিরুদ্ধে চলিচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। সমিতির মাধ্যমে সুরহা না হলে জিডি করবেন বলেও জানান সানী।
শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর দেওয়া অভিযোগপত্রে ওমর সানী বলেন, ‘আমি ওমর সানী এই সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহসভাপতি ছিলাম। দীর্ঘ ৩২ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় করার চেষ্টা করে আসছে।’