image

ক্যাটরিনার বোনের সঙ্গে পার্টি শাহরুখপুত্র আরিয়ানের

বুধবার, ৩১ আগস্ট ২০২২
বিনোদন ডেস্ক

মাদককাণ্ডে নেহায়েত কম দৌড়ঝাপ পোহাতে হয়নি শাহরুখপুত্র আরিয়ান খানকে। কারাগারে পর্যন্ত থাকতে হয়েছে। তবে এখন সেসব অতীত। এখন খোলস ছেড়ে বের হচ্ছেন আরিয়ান, আছেন পার্টি মুডে। গত জুলাই মাসেই একটি নাইট ক্লাবে পার্টি দেখা গিয়েছিল শাহরুখপুত্রকে। আগস্টে ক্যাটরিনা কাইফের বোনের সঙ্গে মাস্তিতে মজেছেন এই পার্টি বয়।

শ্রুতি চৌহান নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আরিয়ান ও ক্যাটরিনা কাইফের বোন ইজাবেলের ছবি পোস্ট করা হয়। মূলত শ্রুতির জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তারা। সেখানেই ক্যামেরাবন্দি হন দুজন। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়াতেই শুরু হয় তোলপাড়। আরিয়ানের সঙ্গে ইজাবেলের কাছাকাছি আসা নিয়েও গুঞ্জন তুলছেন অনেকে। অবশ্য আরিয়ান-ইজাবেল এক ফ্রেমে ধরা দেননি। শ্রুতির সঙ্গেই তাদের ছবি রয়েছে।

সম্প্রতি