নিজস্ব বার্তা পরিবেশক:

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

দিন: দ্য ডে: ইরানে আদালতের তলব ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি অনন্ত জলিলের

দিন: দ্য ডে: ইরানে আদালতের তলব ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি অনন্ত জলিলের

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক:

বাংলাদেশি অভিনেতা অনন্ত জলিলকে তলব করেছেন তেহরানের একটি আদালত। এমনটাই বলছেন ‘দিন-দ্য ডে’ চলচ্চিত্রের ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজম।

অন্যদিকে খবরকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছেন বাংলাদেশের নায়ক-প্রযোজক অনন্ত জলিল। সেইসঙ্গে সিনেমাটির নির্মাতা অতাশ জমজমের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন ঢাকাই সিনেমার এ আলোচিত নায়ক।

https://sangbad.net.bd/images/2022/December/06Dec22/news/az-20.JPG

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমাটি নিয়ে আবারও সরব হয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি দাবি করেন, আগামী ২৫ ডিসেম্বর জলিলকে নিজে অথবা তার আইনজীবীর মাধ্যমে তেহরানের ফৌজদারি আদালতে হাজির হতে হবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অনন্ত জলিল গ্লিটজকে বলেন, “এটা একেবারেই বানোয়াট, মিথ্যা একটা বিষয়। সে কিছুদিন পর পর এরকম মিথ্যা বানোয়াট বিষয় সোশ্যাল মিডিয়ায় দেয়, আলোচনা তৈরি করে।“

সোশাল মিডিয়ায় ফার্সিতে লেখা একটি নথিও প্রকাশ করেছেন নির্মাতা জমজম। তার দাবি, সেটি আদালতের তলবের আদেশ।

জমজম ইনস্টাগ্রামে লিখেছেন, তার দেশের আইন অনুযায়ী ইরানে যেসব বিদেশির নাগরিকত্ব নেই, তাদের জন্য বহুল প্রচারিত সংবাদপত্রে আদালতের কার্যক্রমের খবর প্রকাশ হয়।

এ প্রসঙ্গে জলিল বলেন, “পৃথিবীর কোনো আইনেই এভাবে অন্য কোনো দেশের নাগরিককে আদালতে তলব করা যায় না। আমিও তার বিরুদ্ধে মামলা করে রেখেছি। সময় হলেই জবাব পাবে।"

‘দিন: দ্য ডে’ নির্মাণে চুক্তি ভঙ্গের অভিযোগে এর আগে জলিলের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছিলেন জমজম। ওই ঘোষণার পর জমজমের বিরুদ্ধেও আন্তর্জাতিক আদালতে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয় জলিলের পক্ষ থেকে।

অনন্ত জলিলের আরও হুঁশিয়ারি ছিল তার ‘সম্মানহানি’ করতে দেশের ভেতর থেকে যারা জমজমকে ‘ইন্ধন’ যুগিয়েছেন, তাদের বিরুদ্ধেও তিনি আইনি ব্যবস্থা নেবেন।

এ সিনেমা নির্মাণ নিয়ে মতবিরোধের জেরে গত অগাস্টে নির্মাতাকে উকিল নোটিস পাঠান জলিল।

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’ সিনেমার বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরানে সিনেমার শুটিং হয়েছে। সিনেমায় অনন্ত জলিল ছাড়াও তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

সিনেমাটি মুক্তি পায় ১০ জুলাই। পরে সেপ্টেম্বরে মালয়েশিয়াতেও মুক্তি দেওয়া হয়। এছাড়া সিঙ্গাপুরেও সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন জলিল।

দিন: দ্য ডে বানাতে ১০০ কোটি টাকা খরচ হওয়ার কথা প্রচার করে তুমুল আলোচনার জন্ম দেন অনন্ত জলিল। কিন্তু পরিচালক জমজম একটি পোস্ট দিয়ে জানান, ২০১৮ সালে তাদের চুক্তিপত্রে বাজেট নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ডলার।

‘বিনোদন’ : আরও খবর

» অ্যালবাম কবে আসবে, জানাল ব্ল্যাকপিঙ্ক

» আজকাল আপন-পর চিনতে পারছি : তৌসিফ

» রজনীকান্তের ‘কুলি’ ৭০০ কোটির ক্লাবে

» নিজের নির্দেশনায় ফিরলেন সোহেল আরমান, সঙ্গে শানু

» আবার সম্প্রচারে ‘কোক স্টুডিও বাংলা’

» আসছে শাকিবের ‘সোলজার’

» অপু আমানের কথা-সুরে নিশাতের কন্ঠে ‘বিদেশে যাইওনা রে বন্ধু’

» ফিরছেন দীপিকা

» শুক্রবার চ্যানেল আইতে টেলিফিল্ম ‘ফেরারী প্রেম’

» মঞ্চায়ন হলো শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’

» কেএম সোহাগ রানার ধারাবাহিক ‘দেনা পাওনা’

» সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন জাহিদ হাসান

» গুলশান হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার দেখানো হলো

» ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘ডট’

» আসছে ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিজন-২

» ফোবানা সম্মেলনে পারফর্ম করবেন জায়েদ খান

» বুসান উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন

» ১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসিফ

» প্রকাশ্যে পায়গাম রাব্বানীর ‘শীতের সকাল’

» ‘জয়িতার দিনরাত্রি’তে অনবদ্য বৃষ্টি