নতুন বছর ২০২৩ এ “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে প্রকাশ পেল কামাল আহমেদ ও সাজিয়া সুলতানা পুতুল’র যুগল কন্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও “গোধূলি রঙে”। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন ইলা মজিদ,সুর ও সঙ্গীত পরিচালনায় : মো: গোলাম সারোয়ার ,চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন তৈয়েব রহমান। গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২৫টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ‘গান আমার প্রাণ। নতুন বছরে প্রথম গান প্রকাশ করলাম। সামনে একে এক আরো গান প্রকাশ হবে। সঙ্গীতময় জীবনে সবার শুভকামনা চাই, চাই সঙ্গীত ভরা জীবনের সুন্দর একটা জয়। নতুন বছর সবার সুন্দর কাটুক’।
অর্থ-বাণিজ্য: গত বছর চট্টগ্রাম বন্দরে রেকর্ড, ৫৪৬০ কোটি টাকা আয়
অর্থ-বাণিজ্য: প্রতিদিন ১৫০০ কোটি টাকা রেমিট্যান্স আসছে দেশে