প্রকাশিত হল এম আই মিঠু’র ‘তোর আগুনে’ শিরোনামের ভিডিও গান। ২৩ জানুয়ারি এটি প্রকাশ হয়েছে সংগীতা থেকে। মিঠু জানান, করোনা মহামারির আগেই তিনি বেশ কিছু গানের কাজ সম্পন্ন করে রেখেছিলেন। সেগুলোই করোনার পর একে একে প্রকাশ্যে আনছেন। ‘তোর আগুনে’ও তখনকার গান। এটির কথা-সুরও সাজিয়েছেন গায়ক এম আই মিঠু নিজেই। সংগীতায়োজনে জাহিদ বাশার পঙ্কজ। বিবি ব্যান্ডের পরিচালনায় নির্মিত এই গানচিত্রে এম আই মিঠুর সঙ্গে মডেল হয়েছেন দোলন দে।
গানটি নিয়ে মিঠু বলেন, ‘ ২০২২ সালের ২৪ মার্চ রাতে ঢাকার শাহজাহানপুরে ব্যস্ত সড়কে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন সামিয়া আফরিন প্রীতি। সেই ঘটনায় মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে অনেকে। প্রায় এক বছর ধরে মামলাটি রয়েছে বিচারাধীন। সামিয়াকে উৎসর্গ করেছি গানটি। এটি রোমান্টিক ধাঁচের গান। অডিওর পাশাপাশি ভিডিওচিত্রেও গুরুত্ব দিয়েছি আমরা। চিত্রের শেষ অংশে নিহত সামিয়ার ঘটনার ছায়া আছে। আশা করছি ভালো লাগবে দর্শক-শ্রোতার। আর সামিয়াকে উৎসর্গ করার কারণ হলো, তার কথা মানুষের স্মরণে রাখা। তার মতো এমন অকল্পনীয় হত্যাকা-ের শিকার যাতে আর কেউ না হয়, সেটাই আমাদের চাওয়া।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
প্রকাশিত হল এম আই মিঠু’র ‘তোর আগুনে’ শিরোনামের ভিডিও গান। ২৩ জানুয়ারি এটি প্রকাশ হয়েছে সংগীতা থেকে। মিঠু জানান, করোনা মহামারির আগেই তিনি বেশ কিছু গানের কাজ সম্পন্ন করে রেখেছিলেন। সেগুলোই করোনার পর একে একে প্রকাশ্যে আনছেন। ‘তোর আগুনে’ও তখনকার গান। এটির কথা-সুরও সাজিয়েছেন গায়ক এম আই মিঠু নিজেই। সংগীতায়োজনে জাহিদ বাশার পঙ্কজ। বিবি ব্যান্ডের পরিচালনায় নির্মিত এই গানচিত্রে এম আই মিঠুর সঙ্গে মডেল হয়েছেন দোলন দে।
গানটি নিয়ে মিঠু বলেন, ‘ ২০২২ সালের ২৪ মার্চ রাতে ঢাকার শাহজাহানপুরে ব্যস্ত সড়কে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন সামিয়া আফরিন প্রীতি। সেই ঘটনায় মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে অনেকে। প্রায় এক বছর ধরে মামলাটি রয়েছে বিচারাধীন। সামিয়াকে উৎসর্গ করেছি গানটি। এটি রোমান্টিক ধাঁচের গান। অডিওর পাশাপাশি ভিডিওচিত্রেও গুরুত্ব দিয়েছি আমরা। চিত্রের শেষ অংশে নিহত সামিয়ার ঘটনার ছায়া আছে। আশা করছি ভালো লাগবে দর্শক-শ্রোতার। আর সামিয়াকে উৎসর্গ করার কারণ হলো, তার কথা মানুষের স্মরণে রাখা। তার মতো এমন অকল্পনীয় হত্যাকা-ের শিকার যাতে আর কেউ না হয়, সেটাই আমাদের চাওয়া।’