নির্শিত হলো নাটক ‘বিস্ময় বালিকা’। নাটকরে প্রধান দুই চরিত্রে আভিনয় করছেনে আব্দুন নূর সজল ও অলঙ্কার চৌধুরী। আরও আছনে সুমন আহাম্মদে বাবু, নাজননি সবনাম। আলী সুজন এর রচনা ও ভয়েস মিডিয়ার প্রযোজনায় নাটকটি নির্মাণ করছেনে তরুণ পরিচালক হালিম মজুমদার ।নাটকটি প্রসঙ্গে তিনি জানান, গল্পটা বেশ আলাদা, রোমর্হষক বিষয়টা আছে, রয়েছে দারুণ সব সাস্পেন্স। শিগগিরই এটি মুক্তি পাবেস্বনামধন্য একটি টেলিভিশন চ্যানেলে।
গল্পে দেখা যাবে, দেশের স্বনামধন্য সাহিত্যিক আকাশ চৌধুরী তার নতুন উপন্যাসের শেষ অংশ কিছুতেই মিলাতে পারছে না। তাই ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে একটি রির্সোটে উঠে। ভোর বেলায় একটি নির্জন জায়গায় গিয়েউপন্যাসটি নিয়ে ভাবতে থাকে ঠিক তখনি পায়ে নূপুর ধ্বনি শুনতে পান। তাকিয়ে দেখে অপরূপ সুন্দরী একটি মেয়ে খিল খিল করে হাসছে। কাছে যেতেই মেয়েটি হারিয়ে যায়। পড়ন্ত বিকেলে একই জায়গায় দাঁড়িয়ে আকাশ ভাবতে থাকে কে এই বিস্ময় বালিকা? কেন সে তার পিছু নিয়েছে? ঠিক সে সময়ে একটি ফুল হাতে সামনে হাজির বিস্ময় বালিকা। আকাশকে বলে আমি তোমাকে ভালবাসি। আকাশ বলে তোমার সাথে আমার ভালবাসা সাজে না। কে তুমি? সময় হলে জানতে পারবে বলে বিস্ময় বালিকা হাওয়ায় মিলিয়ে যায়।