বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কয়েক বছর ধরে নিয়মিত নাটক রচনা করে আসছেন সহিদ রহমান। এই নাট্যকারের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে আরও তিনটি নাটক। ‘ক্যাপ্টেন কামাল’ ‘সেই রাত্রির রক্তস্রোত’ ও ‘রিন্টুর না ফেরা’ নাটক তিনটি নির্মাণ শেষে এখন প্রচারের অপেক্ষায়।
নাট্যকার সহিদ রহমান বলেন, “ বঙ্গবন্ধু ও তার আশপাশের চরিত্রগুলো নিয়েই আমার গল্প ‘মহামানবের দেশে’। এখন ভিজ্যুয়ালের যুগ।
বঙ্গবন্ধুকে আরও সহজভাবে গল্প পাঠক কিংবা দর্শকের সামনে হাজির করতেই গল্প থেকে নাটক নির্মাণ। বর্তমাণ তরুণ প্রজন্ম কিংবা আগামী প্রজন্মের সঙ্গে বঙ্গবন্ধুর যোগাযোগ বৃদ্ধি করার চিন্তা থেকেই নাটক নির্মাণের কথা ভাবা। এখন পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে আমার রচনায় ১৩টি নাটক নির্মিত হয়েছে। নাটকগুলো টেলিভিশনে প্রচারও হয়েছে। নাটকগুলোর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনের প্রকাশিত-অপ্রকাশিত নানা ঘটনা ও তার আশপাশের ব্যক্তিবর্গকে দর্শকের সঙ্গে পরিচয় করে দিতে পেরে আমি আনন্দিত।”
বঙ্গবন্ধুপুত্র শেখ কামালের শেষ কয়েকটি দিনের বিশেষ ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘ক্যাপ্টেন কামাল’। নির্মাণ করেছেন শামীম আহমেদ রনী। ‘সেই রাত্রির রক্তস্রোত’ নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর পিএস, তোফায়েল আহমেদের এপিএস শফিকুল আলম মিন্টুকে ঘিরে। ‘৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে ধরে নিয়ে যায় খুনিরা। আজ পর্যন্ত তার খবর পাওয়া যায়নি। সেই রাত্রির রক্তস্রোত পরিচালনা করেছেন অঞ্জন আইচ। ব্যান্ড সংগীতশিল্পী রিন্টুকে নিয়ে নির্মিত হয়েছে ‘রিন্টুর না ফেরা’। সাইয়েদ আহমাদের নাট্যরূপে এটি নির্মাণ করেছেন অঞ্জন আইচ। নাটকগুলো এটিএন বাংলা ও আরটিভিতে প্রচার হবে বলে জানান সহিদ রহমান।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কয়েক বছর ধরে নিয়মিত নাটক রচনা করে আসছেন সহিদ রহমান। এই নাট্যকারের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে আরও তিনটি নাটক। ‘ক্যাপ্টেন কামাল’ ‘সেই রাত্রির রক্তস্রোত’ ও ‘রিন্টুর না ফেরা’ নাটক তিনটি নির্মাণ শেষে এখন প্রচারের অপেক্ষায়।
নাট্যকার সহিদ রহমান বলেন, “ বঙ্গবন্ধু ও তার আশপাশের চরিত্রগুলো নিয়েই আমার গল্প ‘মহামানবের দেশে’। এখন ভিজ্যুয়ালের যুগ।
বঙ্গবন্ধুকে আরও সহজভাবে গল্প পাঠক কিংবা দর্শকের সামনে হাজির করতেই গল্প থেকে নাটক নির্মাণ। বর্তমাণ তরুণ প্রজন্ম কিংবা আগামী প্রজন্মের সঙ্গে বঙ্গবন্ধুর যোগাযোগ বৃদ্ধি করার চিন্তা থেকেই নাটক নির্মাণের কথা ভাবা। এখন পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে আমার রচনায় ১৩টি নাটক নির্মিত হয়েছে। নাটকগুলো টেলিভিশনে প্রচারও হয়েছে। নাটকগুলোর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনের প্রকাশিত-অপ্রকাশিত নানা ঘটনা ও তার আশপাশের ব্যক্তিবর্গকে দর্শকের সঙ্গে পরিচয় করে দিতে পেরে আমি আনন্দিত।”
বঙ্গবন্ধুপুত্র শেখ কামালের শেষ কয়েকটি দিনের বিশেষ ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘ক্যাপ্টেন কামাল’। নির্মাণ করেছেন শামীম আহমেদ রনী। ‘সেই রাত্রির রক্তস্রোত’ নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর পিএস, তোফায়েল আহমেদের এপিএস শফিকুল আলম মিন্টুকে ঘিরে। ‘৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে ধরে নিয়ে যায় খুনিরা। আজ পর্যন্ত তার খবর পাওয়া যায়নি। সেই রাত্রির রক্তস্রোত পরিচালনা করেছেন অঞ্জন আইচ। ব্যান্ড সংগীতশিল্পী রিন্টুকে নিয়ে নির্মিত হয়েছে ‘রিন্টুর না ফেরা’। সাইয়েদ আহমাদের নাট্যরূপে এটি নির্মাণ করেছেন অঞ্জন আইচ। নাটকগুলো এটিএন বাংলা ও আরটিভিতে প্রচার হবে বলে জানান সহিদ রহমান।