রিখ মারিয়া রেমার্কের -অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট- এর উপন্যাস থেকে একই নামে তৈরি হওয়া জার্মানি সিনেমা অস্কারের ৯৫তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমার পুরস্কার পেয়েছে। এটি জার্মান সিনেমা । বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। নেটফ্লিক্সে মুক্তির পরই ঝড় তোলে -অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট । ১৯৮৬ সালে সেবা প্রকাশনী থেকে জাহিদ হাসানের অনুবাদে বইটি বাংলাদেশের অনেক পাঠকেরই মন ছুঁয়েছিল।
এর আগে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা ইংরেজিভাষী সিনেমাসহ সাত বিভাগে পুরস্কার পেয়ে রেকর্ড গড়ে যুদ্ধবিরোধী সিনেমাটি। সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে -অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট- ছাড়াও মনোনয়ন পেয়েছিল -আর্জেন্টিনা, ক্লোজ, ইয়ো, দ্য কোয়ায়েট গার্ল। সেরা আন্তর্জাতিক সিনেমার সঙ্গে সেরা অরজিনাল স্কোর, সেরা প্রডাকশন নকশার পুরস্কারও পয়েছে -অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট । চলচ্চিত্রের সবচেয়ে বড় এ আসরে ২৩টি শাখায় পুরস্কার ঘোষণা করা হয়েছে; অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ১৩ মার্চ ২০২৩
রিখ মারিয়া রেমার্কের -অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট- এর উপন্যাস থেকে একই নামে তৈরি হওয়া জার্মানি সিনেমা অস্কারের ৯৫তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমার পুরস্কার পেয়েছে। এটি জার্মান সিনেমা । বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। নেটফ্লিক্সে মুক্তির পরই ঝড় তোলে -অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট । ১৯৮৬ সালে সেবা প্রকাশনী থেকে জাহিদ হাসানের অনুবাদে বইটি বাংলাদেশের অনেক পাঠকেরই মন ছুঁয়েছিল।
এর আগে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা ইংরেজিভাষী সিনেমাসহ সাত বিভাগে পুরস্কার পেয়ে রেকর্ড গড়ে যুদ্ধবিরোধী সিনেমাটি। সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে -অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট- ছাড়াও মনোনয়ন পেয়েছিল -আর্জেন্টিনা, ক্লোজ, ইয়ো, দ্য কোয়ায়েট গার্ল। সেরা আন্তর্জাতিক সিনেমার সঙ্গে সেরা অরজিনাল স্কোর, সেরা প্রডাকশন নকশার পুরস্কারও পয়েছে -অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট । চলচ্চিত্রের সবচেয়ে বড় এ আসরে ২৩টি শাখায় পুরস্কার ঘোষণা করা হয়েছে; অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল।