আবুল হায়াতের নির্দেশনায় নতুন একটি নাটকে অভিনয় করেছেন মম। নাটকের নাম -ওলট পালট । রাবেয়া খাতুনের গল্প থেকে এর নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত নিজেই। আবুল হায়াত জানান, -এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়িতে। সহশিল্পী হিসেবে এর আগে মম আমার সঙ্গে অনেক নাটকেই অভিনয় করেছে। আমার নির্দেশিত নাটকেও অভিনয় করেছে। মম চরিত্রটি যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।
আবুল হায়াত জানান, শীঘ্রই নাটকটি চ্যানেলে আইতে প্রচার হবে। নাটকে আরো অভিনয় করেছেন শিরীন আলম, রওনক হাসানসহ আরো বেশ কয়েকজন।