সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ১৮ মার্চ ২০২৩

নায়িকা মাহি গ্রেপ্তার

image

নায়িকা মাহি গ্রেপ্তার

শনিবার, ১৮ মার্চ ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (১৮ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তারা ওমরাহ পালন করে সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন।

এর আগে শুক্রবার (১৭ মার্চ) রাতে মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এছাড়া মারধর, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তাদেরসহ ২৮ জনকে আসামি করে স্থানীয় ইসমাইল হোসেন বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সম্প্রতি ওমরা পালন করতে স্বামীর সঙ্গে সৌদি আরব যান চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুক্রবার (১৭ মার্চ) সকালে ফেইসবুক লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন তিনি।

মাহি ফেইসবুক লাইভে বলেন, তার স্বামীর গাড়ির শোরুম সনিরাজ কার প্যালেসের গেট ভেঙে ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এছাড়াও গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন মাহি।

এর আগে মাহি ফেইসবুক লাইভ করার পর স্থানীয় ইসমাইল হোসেন সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলেন রকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম করেছেন। সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন, বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করা হয়। শুক্রবার ভোর রাতে রকিব সরকারের লোকজন ওই শো-রুমে নতুন কিছু গাড়ি ওঠাতে থাকে। খবর পেয়ে আমিসহ (ইসমাইল) কয়েকজন সেখানে যাই। এ সময় রকিব সরকারের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা নিজেরা শো-রুম ভাঙচুর করেছে। জমি ছেড়ে দেওয়ার শর্তে রকিব সরকার আমার কাছে এক কোটি টাকা দাবি করেন।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চিত্রনায়িকা মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।

শুক্রবার ভোরে তাদের গাড়ির শোরুমে হামলার ঘটনা শুনে দ্রুত পুলিশ পাঠানো হয়। পুলিশ সেখানে পৌঁছানোর আগে সেখান থেকে সবাই পালিয়ে যায়। এই ঘটনায় ইসমাইল হোসেনসহ তার কয়েকজন লোক আহত হন। পরে শুক্রবার রাতে ইসমাইল হোসেন বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন।

‘বিনোদন’ : আরও খবর

» অ্যালবাম কবে আসবে, জানাল ব্ল্যাকপিঙ্ক

» আজকাল আপন-পর চিনতে পারছি : তৌসিফ

» রজনীকান্তের ‘কুলি’ ৭০০ কোটির ক্লাবে

» নিজের নির্দেশনায় ফিরলেন সোহেল আরমান, সঙ্গে শানু

» আবার সম্প্রচারে ‘কোক স্টুডিও বাংলা’

» আসছে শাকিবের ‘সোলজার’

» অপু আমানের কথা-সুরে নিশাতের কন্ঠে ‘বিদেশে যাইওনা রে বন্ধু’

» ফিরছেন দীপিকা

» শুক্রবার চ্যানেল আইতে টেলিফিল্ম ‘ফেরারী প্রেম’

» মঞ্চায়ন হলো শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’

» কেএম সোহাগ রানার ধারাবাহিক ‘দেনা পাওনা’

» সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন জাহিদ হাসান

» গুলশান হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার দেখানো হলো

» ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘ডট’

» আসছে ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিজন-২

» ফোবানা সম্মেলনে পারফর্ম করবেন জায়েদ খান

» বুসান উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন

» ১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসিফ

» প্রকাশ্যে পায়গাম রাব্বানীর ‘শীতের সকাল’

» ‘জয়িতার দিনরাত্রি’তে অনবদ্য বৃষ্টি