সাগর জাহানের মেগা সিরিয়াল ‘ভালোবাসার অলিগলি’তে অভিনয় করছেন মৌসুমী মৌ। এ বিষয়ে মৌসুমী মৌ বলেন,‘ ধারাবাহিকটি রচনা করেছেন শ্রদ্ধেয় সাগর জাহান ভাই। তিনি আমাকে চমৎকার একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আমার বিশ্বাস নাটকটি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালোলাগবে।’
এরইমধ্যে মৌসুমী মৌ রমিনুল হক সায়াদের ক্লথিং ব্যাণ্ড ‘হাওর জিন্স’র মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া মৌসুমী মৌ প্রথমবারের মতো অপু বিশ্বাসের সঙ্গে সৈয়দ শাকিলের পরিচালনায় ‘ছায়াবাজি’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। আগামী ঈদে এটি আরটিভির ওটিটি প্লাটফরমে প্রচার হবার কথা রয়েছে। এরইমধ্যে অনুষ্ঠিত ‘প্রপার্টি ফেয়ার ২০২৩’এ উপস্থাপনার কাজও করেছেণ তিনি। শিগগিরই প্রচারে আসছে মৌসুমী মৌ অভিনীত জুলফিকার ইসলাম শিশির পরিচালিত নাটক ‘বউয়ের রোমান্টিক অত্যাচার’। এছাড়াও প্রচারে আসছে মাহমুদ হাসান রানার ‘মুডি টিচার’ নাটকটি।