image

নতুন তিন গানে সালমা, স্টেজেও ছড়াচ্ছেন মুগ্ধতা

বুধবার, ২২ মার্চ ২০২৩
বিনোদন প্রতিবেদক

সঙ্গীতশিল্পী সালমা দেলোয়ার আরজুদা শরফের কথায় রেজওয়ান শেখ’র সুর ও সঙ্গীতে দু’টি গান গেয়েছেন। এরমধ্যে একটি একক ও আরেকটি দ্বৈত গান। দ্বৈত গানে তারসঙ্গে কন্ঠ দিয়েছেন রবিউল আউয়াল। এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে সালমার কন্ঠে নতুন গান ‘‘প্রাণ ছুঁতে চাই’। গানটি লিখেছেন ইমদাদ জুয়েল। সুর সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ। তারসঙ্গে গেয়েছেন রনক হাসান। এরইমধ্যে আব্দুল আউয়ালের লেখা ও সুরে, আহমেদ সজীবের সঙ্গীতে নতুন আরো একটি গানে কন্ঠ দিয়েছেন সালমা।

এদিকে স্টেজ মৌসুম প্রায় শেষের দিকে হলেও একের পর এক স্টেজ শো’তে গানে গানে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন সালমা। সম্প্রতি সালমা গোপালগঞ্জ ও ঢাকার পূর্বাচলে স্টেজ শো শেষ করেছেন। নিজের স্টেজ শো ও নতুন নতুন গান প্রসঙ্গে সালমা বলেন,‘ একজন সঙ্গীতশিল্পীর সবচেয়ে ভালোলাগার ভালোবাসার স্থান হচ্ছে স্টেজ।

এরইমধ্যে আমি ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কয়েকটি শোতে গান গেয়েছি। প্রতিটি শো’তে দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি ভালোবাসা পেয়েছি তা আসলে বুঝিয়ে বলা সম্ভব নয়। আগামীতে আরো ভালো ভালো গান উপহার দিতে চাই। এরইমধ্যে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। আরো তিনটি নতুন মৌলিক গানের কাজ শেষ করেছি। গানগুলো নিয়ে আশাবাদী আমি ।’

সম্প্রতি