image

-আলোকিত নারী- সম্মানায় ভূষিত মমতাজ

বিনোদন বার্তা পরিবেশক

নারী দিবস উপলক্ষ্যে মমতাজ -শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ-র পক্ষ থেকে -আলোকিত নারী সম্মাননা ২০২২-এ ভূষিত হন। মমতাজ বেগম বলেন, যারা আমাকে আলোকিত নারী সম্মাননায় ভূষিত করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একজন সফল সঙ্গীতশিল্পী হতে পেরেছি কী না জানিনা, তবে যতোটুকুই হয়েছি তা দর্শকের ভালোবাসার কারণে। আমি সারাটা জীবন মানুষের জন্যই কাজ করে যেতে চাই।

এদিকে জনসেবায় অবদান রেখে চিকিৎসা সেবায় সুনাম অর্জন করেছে মানিকগঞ্জের মমতাজ চক্ষু হাসপাতাল। দীর্ঘ ১৭ বছর যাবত চক্ষু চিকিৎসায় সেবা দিয়ে আসছে হাসপাতালটি।

সম্প্রতি