ক্লোজআপ তারকা নোলক প্রথমবারের মতো সরকারী অনুদানের সিনেমায় প্লে-ব্যাক করলেন। সরকারী অনুদানে নির্মিত ছটকু আহমেদ পরিচালিত ‘আাহারে জীবন’ সিনেমার টাইটেল সং ‘আহারে জীবন’ গানে কন্ঠ দিয়েছেন তিনি।
গানটি লিখেছেন জাকির হোসেন রাজু সুর করেছেন এস আই শহীদ, সঙ্গীতায়োজন করেছেন রাফি। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো সিনেমার টাইটেল সং- গেয়ে ভীষণ উচ্ছসিত নোলক।
নোলক বলেন,‘ এর আগে আমি দশটি সিনেমায় প্লে-ব্যাক করেছি। কিন্তু এবারই প্রথম কোনো সিনেমার টাইটেল সং গেয়েছি। এটা আমার জন্য অনেক অনেক ভালোলাগার। যখন গানটির ভয়েজ দেই, তখন শ্রদ্ধেয় ছটকু আহমেদ স্যার ছিলেন। আমার কন্ঠে এই গানটি শুনে তিনি ভীষণ আবেগাপ্লুত হয়ে উঠেন। তিনি বলেছিলেন যে এই গানটি তার সিনেমার জন্য একটি মাইলফলক গান হয়ে থাকবে। আমি অনেক দরদ দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। জানিনা শ্রোতা দর্শকের কতোটা ভালোলাগবে। কৃতজ্ঞতা শ্রদ্ধেয় ছটকু স্যারের কাছে আমাকে এমন একটি গান গাইবার সুযোগ করে দেবার জন্য।’
এরইমধ্যে নোলক শরিফুন্নাহারের লেখা ও সুরে একটি কাওয়ালী গানেরও ভয়েজ দিয়েছেন। রোজা শুরু হবার আগে নোলক টানা স্টেজ শো’তেই ব্যস্ত ছিলেন। ঈদ পর্যন্ত স্টেজ শো থেকে বিরতি নোলকের। তবে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করবেন এই রোজার মধ্যেই। উল্লেখ্য, ‘আহারে জীবন’ সিনেমার দুটি প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
ক্লোজআপ তারকা নোলক প্রথমবারের মতো সরকারী অনুদানের সিনেমায় প্লে-ব্যাক করলেন। সরকারী অনুদানে নির্মিত ছটকু আহমেদ পরিচালিত ‘আাহারে জীবন’ সিনেমার টাইটেল সং ‘আহারে জীবন’ গানে কন্ঠ দিয়েছেন তিনি।
গানটি লিখেছেন জাকির হোসেন রাজু সুর করেছেন এস আই শহীদ, সঙ্গীতায়োজন করেছেন রাফি। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো সিনেমার টাইটেল সং- গেয়ে ভীষণ উচ্ছসিত নোলক।
নোলক বলেন,‘ এর আগে আমি দশটি সিনেমায় প্লে-ব্যাক করেছি। কিন্তু এবারই প্রথম কোনো সিনেমার টাইটেল সং গেয়েছি। এটা আমার জন্য অনেক অনেক ভালোলাগার। যখন গানটির ভয়েজ দেই, তখন শ্রদ্ধেয় ছটকু আহমেদ স্যার ছিলেন। আমার কন্ঠে এই গানটি শুনে তিনি ভীষণ আবেগাপ্লুত হয়ে উঠেন। তিনি বলেছিলেন যে এই গানটি তার সিনেমার জন্য একটি মাইলফলক গান হয়ে থাকবে। আমি অনেক দরদ দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। জানিনা শ্রোতা দর্শকের কতোটা ভালোলাগবে। কৃতজ্ঞতা শ্রদ্ধেয় ছটকু স্যারের কাছে আমাকে এমন একটি গান গাইবার সুযোগ করে দেবার জন্য।’
এরইমধ্যে নোলক শরিফুন্নাহারের লেখা ও সুরে একটি কাওয়ালী গানেরও ভয়েজ দিয়েছেন। রোজা শুরু হবার আগে নোলক টানা স্টেজ শো’তেই ব্যস্ত ছিলেন। ঈদ পর্যন্ত স্টেজ শো থেকে বিরতি নোলকের। তবে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করবেন এই রোজার মধ্যেই। উল্লেখ্য, ‘আহারে জীবন’ সিনেমার দুটি প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা।