রাকা পপি
কণ্ঠশিল্পী রাকা পপির সংগীতে হাতেখড়ি ছোটবেলায়। এরপর বিভিন্ন শিক্ষক ও প্রতিষ্ঠান থেকে শিখেছেন। তালিম নিয়েছেন উচ্চাঙ্গ সংগীত ও লোকসংগীতের ওপর। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি। পড়াশোনার পাশাপাশি গানে নিয়মিত রাকা পপি। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নিয়মিত গান করেন। সেই সঙ্গে নতুন নতুন গানও প্রকাশ করে চলছেন। এই ধারবাহিকতায় ১১ মে প্রকাশ হয়েছে পপির নতুন গানচিত্র -ও কালাচাঁন-।
গানটির কথা লিখেছেন রামানন্দ সরকার। সুর-সংগীত সাজিয়েছেন কলকাতার আকাশ সেন। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিওসমেত উন্মুক্ত করা হয়েছে। ভিডিওর নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী। মডেল হয়েছেন আলভি মামুন ও তৃষ্ণা । রয়েছে গায়িকা পপিরও উপস্থিতি। নতুন গানটি নিয়ে রাকা পপির উচ্ছ্বসিত ভাবনা, -চমৎকার কথা, সুর ও মিউজিকের গান এটি। সঙ্গে রয়েছে দৃষ্টিনন্দন ভিডিও। এই সময়ে দর্শক-শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, তেমন আঙ্গিকেই বানানো হয়েছে গানটি। আশা করছি তাদের ভালো লাগবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রাকা পপি
শুক্রবার, ১২ মে ২০২৩
কণ্ঠশিল্পী রাকা পপির সংগীতে হাতেখড়ি ছোটবেলায়। এরপর বিভিন্ন শিক্ষক ও প্রতিষ্ঠান থেকে শিখেছেন। তালিম নিয়েছেন উচ্চাঙ্গ সংগীত ও লোকসংগীতের ওপর। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি। পড়াশোনার পাশাপাশি গানে নিয়মিত রাকা পপি। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নিয়মিত গান করেন। সেই সঙ্গে নতুন নতুন গানও প্রকাশ করে চলছেন। এই ধারবাহিকতায় ১১ মে প্রকাশ হয়েছে পপির নতুন গানচিত্র -ও কালাচাঁন-।
গানটির কথা লিখেছেন রামানন্দ সরকার। সুর-সংগীত সাজিয়েছেন কলকাতার আকাশ সেন। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিওসমেত উন্মুক্ত করা হয়েছে। ভিডিওর নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী। মডেল হয়েছেন আলভি মামুন ও তৃষ্ণা । রয়েছে গায়িকা পপিরও উপস্থিতি। নতুন গানটি নিয়ে রাকা পপির উচ্ছ্বসিত ভাবনা, -চমৎকার কথা, সুর ও মিউজিকের গান এটি। সঙ্গে রয়েছে দৃষ্টিনন্দন ভিডিও। এই সময়ে দর্শক-শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, তেমন আঙ্গিকেই বানানো হয়েছে গানটি। আশা করছি তাদের ভালো লাগবে।