বলিউডে তারকা বাবা-মায়ের পথ অনুসরণ করে অনেক স্টারকিডই নাম লিখিয়েছেন অভিনয় জগতে। আবার অনেকেই বেছে নিয়েছেন ভিন্ন পেশা। তবে এ ক্ষেত্রে সাইফ আলী খানের ছেলে তার বাবার চলা পথেই হাঁটতে চলেছেন। শিগগিরই অভিনেতার ছেলে ইব্রাহিম আলী খান পা রাখছেন বলিউডে।
দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল বাবার পেশাকেই বেছে নেবেন তিনি। অবশেষে বলিউডে ভাইয়ের অভিষেকের খবর দিলেন ইব্রাহিমের বড় বোন সারা আলী খান নিজেই।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে গিয়ে অভিনেত্রী বলেন, ইব্রাহিম ওর প্রথম সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ করেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না।
তিনি বলেন, আমার মনটা পুরো আমার মায়ের মতো। এটা আমি বুঝতে পারি যখন ইব্রাহিম বাড়ি ফেরে। সে স্কুল থেকেই হোক বা শুটিং থেকে। মা যেভাবে ইব্রাহিমকে দেখেন, আমিও ওর সঙ্গে প্রায় একই রকম ভাবে ব্যবহার করি।
জানা গেছে, করণ জোহরের প্রযোজনার একটি সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সাইফপুত্র। সিনেমাটির নাম ‘সরজমিন’। এটি নির্মাণের দায়িত্বে রয়েছেন বোমান ইরানির পুত্র কায়োজ ইরানি।
সোমবার, ২২ মে ২০২৩
বলিউডে তারকা বাবা-মায়ের পথ অনুসরণ করে অনেক স্টারকিডই নাম লিখিয়েছেন অভিনয় জগতে। আবার অনেকেই বেছে নিয়েছেন ভিন্ন পেশা। তবে এ ক্ষেত্রে সাইফ আলী খানের ছেলে তার বাবার চলা পথেই হাঁটতে চলেছেন। শিগগিরই অভিনেতার ছেলে ইব্রাহিম আলী খান পা রাখছেন বলিউডে।
দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল বাবার পেশাকেই বেছে নেবেন তিনি। অবশেষে বলিউডে ভাইয়ের অভিষেকের খবর দিলেন ইব্রাহিমের বড় বোন সারা আলী খান নিজেই।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে গিয়ে অভিনেত্রী বলেন, ইব্রাহিম ওর প্রথম সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ করেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না।
তিনি বলেন, আমার মনটা পুরো আমার মায়ের মতো। এটা আমি বুঝতে পারি যখন ইব্রাহিম বাড়ি ফেরে। সে স্কুল থেকেই হোক বা শুটিং থেকে। মা যেভাবে ইব্রাহিমকে দেখেন, আমিও ওর সঙ্গে প্রায় একই রকম ভাবে ব্যবহার করি।
জানা গেছে, করণ জোহরের প্রযোজনার একটি সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সাইফপুত্র। সিনেমাটির নাম ‘সরজমিন’। এটি নির্মাণের দায়িত্বে রয়েছেন বোমান ইরানির পুত্র কায়োজ ইরানি।