জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের নগর মন্ত্রী (সিটি মিনিস্টার) নিযুক্ত করা হয়েছে। সদ্য সমাপ্ত ব্রিটিশ নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধান করবেন।
মঙ্গলবার যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে।
৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন।
গত মে মাসে টিউলিপ সিদ্দিক ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, লেবার পার্টি ক্ষমতায় এলে আর্থিক খাতে প্রতিযোগিতা ও প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হবে।
গত সোমবার নতুন সরকারের অর্থমন্ত্রী র্যাচেল রিভস দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়া, আবাসন নির্মাণ বৃদ্ধি, অবকাঠামো প্রকল্পগুলোর বাধা দূর করা এবং বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যের নতুন একটি ‘জাতীয় মিশন’ চালু করেছেন।
মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি পদে বিম আফোল্যামির স্থলাভিষিক্ত হলেন টিউলিপ সিদ্দিক। বিগত কনজারভেটিভ সরকারে এই দায়িত্ব সামলেছিলেন এইচএসবিসি ব্যাংকের সাবেক এই কর্মকর্তা।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ সিদ্দিক টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি হ্যাম্পস্টেড এবং হাইগেট নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছিলেন।
বুধবার, ১০ জুলাই ২০২৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের নগর মন্ত্রী (সিটি মিনিস্টার) নিযুক্ত করা হয়েছে। সদ্য সমাপ্ত ব্রিটিশ নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধান করবেন।
মঙ্গলবার যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে।
৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন।
গত মে মাসে টিউলিপ সিদ্দিক ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, লেবার পার্টি ক্ষমতায় এলে আর্থিক খাতে প্রতিযোগিতা ও প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হবে।
গত সোমবার নতুন সরকারের অর্থমন্ত্রী র্যাচেল রিভস দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়া, আবাসন নির্মাণ বৃদ্ধি, অবকাঠামো প্রকল্পগুলোর বাধা দূর করা এবং বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যের নতুন একটি ‘জাতীয় মিশন’ চালু করেছেন।
মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি পদে বিম আফোল্যামির স্থলাভিষিক্ত হলেন টিউলিপ সিদ্দিক। বিগত কনজারভেটিভ সরকারে এই দায়িত্ব সামলেছিলেন এইচএসবিসি ব্যাংকের সাবেক এই কর্মকর্তা।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ সিদ্দিক টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি হ্যাম্পস্টেড এবং হাইগেট নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছিলেন।