image

কলকাতায় বাংলাদেশের প্রেসসচিব তারিক চয়নের সম্মাননা লাভ

সংবাদ অনলাইন রিপোর্ট

ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রেসসচিব তারিক চয়নকে সম্মাননা দেওয়া হয়েছে। গত সোমবার কলকাতায় রুশ দূতাবাসের বিজ্ঞান ও সাংস্কৃতিক দফতর গোর্কি সদনে ‘বারাসাত অ্যাকাডেমি অফ কালচার’ আয়োজিত চার দিনব্যাপী (২৩-২৬ জুন) ‘ইকোস অফ আর্ট ফ্রম দ্য পেইজেস অফ হিস্টোরি’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তারিক চয়নের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয় অ্যাকাডেমি কর্তৃপক্ষ।

এ সময় কলকাতায় রাশিয়ার ভাইস-কনসাল একাতেরিনা তিউরিনা, নবাব সিরাজউদ্দৌলার পরিবার, চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজক তৈয়বউল ইসলাম উপস্থিত ছিলেন।

‘প্রবাস’ : আরও খবর

সম্প্রতি