যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে নিহত চারজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম ছিলেন বাংলাদেশের সন্তান। ৩৬ বছর বয়সী দিদারুল নিউ ইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন।
সোমবার নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকায় এক বন্দুকধারী গুলি চালিয়ে চারজনকে হত্যার পর আত্মহত্যা করেন। নিহতদের মধ্যে দিদারুল ডিউটিতে ছিলেন না, তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে সিএনএন।
নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা এস. টিশ জানান, দিদারুলের স্ত্রী বর্তমানে আট মাসের গর্ভবতী। তাদের দুই পুত্রসন্তান রয়েছে এবং আরেকটি সন্তান জন্ম নেওয়ার অপেক্ষায়।
নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, “দিদারুল ইসলাম বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে এসেছিলেন এবং এই শহরেই নিজের জীবন গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান।”
তিনি আরও বলেন, “আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তারা সবাই বলেছেন, দিদার একজন ধর্মভীরু, সৎ ও দায়িত্বশীল মানুষ ছিলেন। তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন এবং নৈতিকতা অনুসারে জীবন কাটাতে চেষ্টা করতেন।”
নিহত পুলিশ কর্মকর্তাকে শ্রদ্ধা জানিয়ে কমিশনার জেসিকা টিশ বলেন, “তিনি তার দায়িত্ব পালন করছিলেন। জীবন ঝুঁকিতে ফেলেও থামেননি। ঠাণ্ডা মাথায় তাকে হত্যা করা হয়েছে। তার পরনের ইউনিফর্মই ছিল শহরের প্রতি তার অঙ্গীকারের প্রতীক। তিনি যেমন জীবন যাপন করেছেন, সেভাবেই তিনি মৃত্যু বরণ করেছেন।”
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, পরে হামলাকারীর আত্মহত্যা
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে নিহত চারজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম ছিলেন বাংলাদেশের সন্তান। ৩৬ বছর বয়সী দিদারুল নিউ ইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন।
সোমবার নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকায় এক বন্দুকধারী গুলি চালিয়ে চারজনকে হত্যার পর আত্মহত্যা করেন। নিহতদের মধ্যে দিদারুল ডিউটিতে ছিলেন না, তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে সিএনএন।
নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা এস. টিশ জানান, দিদারুলের স্ত্রী বর্তমানে আট মাসের গর্ভবতী। তাদের দুই পুত্রসন্তান রয়েছে এবং আরেকটি সন্তান জন্ম নেওয়ার অপেক্ষায়।
নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, “দিদারুল ইসলাম বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে এসেছিলেন এবং এই শহরেই নিজের জীবন গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান।”
তিনি আরও বলেন, “আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তারা সবাই বলেছেন, দিদার একজন ধর্মভীরু, সৎ ও দায়িত্বশীল মানুষ ছিলেন। তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন এবং নৈতিকতা অনুসারে জীবন কাটাতে চেষ্টা করতেন।”
নিহত পুলিশ কর্মকর্তাকে শ্রদ্ধা জানিয়ে কমিশনার জেসিকা টিশ বলেন, “তিনি তার দায়িত্ব পালন করছিলেন। জীবন ঝুঁকিতে ফেলেও থামেননি। ঠাণ্ডা মাথায় তাকে হত্যা করা হয়েছে। তার পরনের ইউনিফর্মই ছিল শহরের প্রতি তার অঙ্গীকারের প্রতীক। তিনি যেমন জীবন যাপন করেছেন, সেভাবেই তিনি মৃত্যু বরণ করেছেন।”
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, পরে হামলাকারীর আত্মহত্যা