সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি ফেইসবুকে সমর্থনের দায় স্বীকার করা এক বাংলাদেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার হাইকোর্ট। বিচারপতি আজহার আবদুল হামিদ শুক্রবার,(১২ ডিসেম্বর ২০২৫) এ রায় দেন বলে খবর দিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।
২৯ বছর বয়সী রেস্তরাঁকর্মী মোহাম্মদ দিদারুল আলমের এ দণ্ড গ্রেপ্তারের দিন গত ২১ জুলাই থেকে কার্যকর হবে। রায়ে বিচারক বলেন, ‘দণ্ডভোগ শেষ হলে অভিযুক্তকে তার নিজ দেশে প্রত্যর্পণ করারও আদেশ দেয়া হলো।’
ফ্রি মালয়েশিয়া টুডে লিখেছে, দিদারুলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি আল মুবিন ইসলাম নামের একটি ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আইএসকে সমর্থন দিয়েছিলেন। ২০২৪ সালের ২৭ মে সকাল ৮টায় বুকিত আমানের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার-টেররিজম (ই৮এম) বিভাগে এ অভিযোগটি করা হয়েছিল। মালয়েশিয়ার দণ্ডবিধির ১৩০জে (১) ধারায় আনা এ অভিযোগে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে।