সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ২৬ মার্চ ২০২৫

সিগন্যাল চ্যাট কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রে তোলপাড়, ট্রাম্প বললেন ‘গুরুতর কিছু নয়’

image

সিগন্যাল চ্যাট কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রে তোলপাড়, ট্রাম্প বললেন ‘গুরুতর কিছু নয়’

বুধবার, ২৬ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যালে সামরিক পরিকল্পনাসংক্রান্ত চ্যাটে এক সাংবাদিক যুক্ত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে অনেক সংবাদমাধ্যম “সিগন্যাল-গেট” নামে অভিহিত করছে।

গতকাল মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের শুনানিতে তিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে কড়া জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তারা হলেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ ও এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল।

শুনানিতে ডেমোক্র্যাট সিনেটররা বিষয়টিকে গুরুতর নিরাপত্তা ঝুঁকি হিসেবে তুলে ধরেন এবং বিশৃঙ্খলা, অসতর্কতা ও অদক্ষতার অভিযোগ আনেন। তবে রিপাবলিকান আইনপ্রণেতারা ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

সিগন্যাল চ্যাট গ্রুপে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ট্রাম্পের মন্ত্রিসভার একাধিক সদস্য। সেখানে ভুলবশত যুক্ত করা হয় দ্য আটলান্টিক পত্রিকার সাংবাদিক জেফরি গোল্ডবার্গকে।

এই চ্যাটে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা নিয়ে আলোচনা হয়, যার ফলে হামলার কয়েক ঘণ্টা আগেই সাংবাদিকটি তথ্য পেয়ে যান। ধারণা করা হচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ ভুল করে গোল্ডবার্গকে গ্রুপে যুক্ত করেন।

ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার এই ঘটনায় দ্বিদলীয় তদন্তের দাবি করেছেন। তিনি বলেন, “যুদ্ধ পরিকল্পনার এমন বিশৃঙ্খল ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।”

তবে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ শুনানিতে দাবি করেন, “ওই চ্যাটে গোপনীয় কোনো তথ্য ছিল না।” তিনি আরও বলেন, সিগন্যালের মাধ্যমে যোগাযোগের অনুমোদন আছে।

জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড শুরুতে স্বীকার না করলেও পরে বলেন, “অনিচ্ছাকৃত তথ্য প্রকাশ আর উদ্দেশ্যমূলক তথ্য ফাঁসের মধ্যে পার্থক্য আছে।”

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চ্যাটে গোপনীয় কিছু ছিল না। হামলা সফল হয়েছে।”

তথ্য ফাঁসের ঘটনায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন, “আমি সিগন্যাল অ্যাপ সম্পর্কে কিছু জানি না, তবে ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্ভবত এটি ব্যবহার করবেন না।”

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» গাজা হামলার ভিডিও দেখিয়ে ইসরায়েলের অস্ত্রমেলা

» সৌদি আরবে নজরকাড়া ‘ব্লু হোলস’

» ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের

» দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

» ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

» ব্রোঞ্জ যুগের শহরের সন্ধান

» ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার

» ইসরায়েলকে সরতে বলল কাতার-মিসর-তুরস্ক ও সৌদি

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি