পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি—ইউরোপের এই তিন দেশের সরকার জানিয়েছে, ইউক্রেন থেকে শস্য আমদানি করা হবে না।
এর আগে ইউক্রেনের প্রতিবেশী ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচ দেশকে ইউক্রেন থেকে শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় কমিশন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। এ ঘোষণার পরপরই দেশ তিনটি ইউক্রেনের শস্য আমদানি বন্ধ রাখার কথা জানাল।
গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন জানায়, পাঁচটি দেশ তাদের অভ্যন্তরীণ বাজারে ইউক্রেন থেকে আমদানি করা গম, ভুট্টা, শর্ষে ও সূর্যমুখীর বীজ বিক্রি করতে পারবে না। তবে এসব দেশ হয়ে অন্য দেশে ইউক্রেনের শস্য রপ্তানি করা যাবে। দেশ পাঁচটি হলো—পোল্যান্ড, বেলজিয়াম, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়া।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, এই পাঁচ দেশের জন্য ইউক্রেনের শস্যের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না। তাই চাইলে এসব দেশে ইউক্রেন থেকে আমদানি করা শস্য বিক্রি করতে পারবে। কিন্তু এরপরও পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি সরকার জানিয়েছে, তাদের দেশে ইউক্রেনের শস্য বিক্রি করা হবে না।
এ বিষয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি গতকাল শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইলক শহরে এক সমাবেশে বলেন, ‘আমাদের দেশের কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ইউক্রেন থেকে শস্য আমদানি বন্ধ রাখা হবে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি—ইউরোপের এই তিন দেশের সরকার জানিয়েছে, ইউক্রেন থেকে শস্য আমদানি করা হবে না।
এর আগে ইউক্রেনের প্রতিবেশী ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচ দেশকে ইউক্রেন থেকে শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় কমিশন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। এ ঘোষণার পরপরই দেশ তিনটি ইউক্রেনের শস্য আমদানি বন্ধ রাখার কথা জানাল।
গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন জানায়, পাঁচটি দেশ তাদের অভ্যন্তরীণ বাজারে ইউক্রেন থেকে আমদানি করা গম, ভুট্টা, শর্ষে ও সূর্যমুখীর বীজ বিক্রি করতে পারবে না। তবে এসব দেশ হয়ে অন্য দেশে ইউক্রেনের শস্য রপ্তানি করা যাবে। দেশ পাঁচটি হলো—পোল্যান্ড, বেলজিয়াম, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়া।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, এই পাঁচ দেশের জন্য ইউক্রেনের শস্যের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না। তাই চাইলে এসব দেশে ইউক্রেন থেকে আমদানি করা শস্য বিক্রি করতে পারবে। কিন্তু এরপরও পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি সরকার জানিয়েছে, তাদের দেশে ইউক্রেনের শস্য বিক্রি করা হবে না।
এ বিষয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি গতকাল শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইলক শহরে এক সমাবেশে বলেন, ‘আমাদের দেশের কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ইউক্রেন থেকে শস্য আমদানি বন্ধ রাখা হবে।’