alt

সেনা প্রত্যাহারের নির্দেশ পেয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনায় ভারত

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ১৯ নভেম্বর ২০২৩

মালদ্বীপ থেকে ভারতকে সৈন্য প্রত্যাহার করে নিতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শপথ গ্রহণের একদিন পর আনুষ্ঠানিকভাবে এই দ্বীপ দেশ থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন মালদ্বীপের নতুন এই প্রেসিডেন্ট।

এদিকে মালদ্বীপের এই ঘোষণার পরই ভারত সরকারের পরবর্তী পরিকল্পনা নিয়ে জল্পনা শুরু হয়। এমনকি এই বিষয়ে সমাধানসূত্র খুঁজতে মালদ্বীপের সঙ্গে আলোচনাও শুরু করেছে ভারত।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রোববার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে শনিবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় ঘোষণা করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, এই সমস্যার সমাধানসূত্র খুঁজতে উভয় দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে।

এর আগে শনিবার নিজ কার্যালয়ে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বৈঠকে করেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। বৈঠক শেষে প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতীয় ওই মন্ত্রী গত শুক্রবার মুইজ্জুর শপথ গ্রহণের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অবশ্য সৈন্য প্রত্যাহার করে নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানালেও এখনও পর্যন্ত নয়াদিল্লি এ বিষয়ে নীরব রয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সর্বোচ্চ নীতি নির্ধারকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশটিতে ভারতের প্রায় ৭০ জন সৈন্য রয়েছেন। এছাড়াও দেশটিতে ভারতীয় কিছু রাডার এবং নজরদারি বিমানও রয়েছে। এছাড়া ভারতীয় যুদ্ধজাহাজ দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলে টহল দিতেও সাহায্য করে থাকে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে মোহাম্মদ মুইজ্জুর নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই দ্বীপপুঞ্জ থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারে ব্যবস্থা গ্রহণ করা। আর তাই গত শুক্রবার শপথ নেওয়ার পরপরই জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

সেই ভাষণে ভারতের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘মালদ্বীপে কোনও বিদেশি সেনা থাকবে না।’

ভারতীয় সরকারের বেশ কয়েকটি সূত্র বলছে, ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রী রিজিজু শনিবার মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাতকালে প্রেসিডেন্ট মালদ্বীপে উপস্থিত ভারতীয় সামরিক কর্মীদের সরিয়ে নেওয়া এবং এখানে ভারতীয় বিমানের টহলের বিষয়টি উত্থাপন করেন।

সূত্রগুলো জানায়, প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের নাগরিকদের চিকিৎসার জন্য এই ভারতীয় হেলিকপ্টার ও বিমানের অবদানের কথা স্বীকার করেছেন। প্রত্যন্ত দ্বীপে অবস্থানরত আন্তর্জাতিক পর্যটকদের এ বিষয়ে আস্থার ইস্যুতেও তারা একমত হয়েছেন।

আর তাই এই বিষয়ে আলোচনা করে সমাধান সূত্র খোঁজা হবে বলে দুই দেশের পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এনডিটিভি দাবি করেছে।

উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় আগে অনুষ্ঠিত মালদ্বীপের নির্বাচনে কট্টর ভারতবিরোধী অবস্থান নিয়ে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহকে পরাজিত করেন মোহাম্মদ মুইজ্জু। তার নির্বাচনী প্রচারণার মূল প্রতিশ্রুতিই ছিল ভারত মহাসাগরীয় এই দ্বীপ দেশটিতে অবস্থানরত ভারতীয় সৈন্যদের প্রত্যাহারে নয়াদিল্লিকে বাধ্য করা।

এমনকি মালদ্বীপের সর্বশেষ এই প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদের প্রচারণার প্রধান স্লোগান হয়ে উঠেছিল ‘ইন্ডিয়া আউট’। আর এই স্লোগানের মাধ্যমে নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে সদ্য সাবেক প্রেসিডেন্ট সোলিহকে কোণঠাসা করার চেষ্টাও করেন বিরোধীরা।

ছবি

আরও চার জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস

ছবি

জেন-জি বিক্ষোভের মুখে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

ছবি

থাইল্যান্ড-কাম্বোডিয়া ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন ট্রাম্প

ছবি

ট্রাম্পের শান্তিচুক্তির আহ্বান প্রত্যাখ্যান করলো ইরান

ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়বে’ চীন

ছবি

পাকিস্তান-আফগান লড়াইয়ে তৈরি হচ্ছে বৃহত্তর সংঘাতের হুমকি

ছবি

প্যালেস্টাইনি-ইসরায়েল বন্দিবিনিময়ের পর চুক্তি সই

ছবি

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পসহ চার নেতার স্বাক্ষর

ছবি

ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, প্যালেস্টাইনকে স্বীকৃতির আহ্বান

ছবি

জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি স্থগিত করল ইরান

ছবি

যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই ফের সশস্ত্র হয়েছে হামাস: ট্রাম্প

ছবি

গাজার নিরাপত্তা রক্ষার দায়িত্ব হামাসের: ট্রাম্প

ছবি

জীবিত ২০ জিম্মিকে মুক্তি দিলো হামাস

ছবি

পশ্চিমা শক্তিকে দুর্বল করতে একাট্টা চীন-রাশিয়া

ছবি

গাজায় ধ্বংসস্তূপে মিলছে একের পর এক লাশ

ছবি

পাকিস্তান-আফগানিস্তান লড়াই, কোন দিকে মোড় নেবে পরিস্থিতি

ছবি

ট্রাম্পের শুল্ক হুমকিতে ক্ষুব্ধ বেইজিং, ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ চীনের

ছবি

প্রথম ৭ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস

ছবি

ট্রাম্পের দাবি, গাজা যুদ্ধ ‘শেষ’

ছবি

গাজা: ঢুকছে ত্রাণবাহী ট্রাক, সোমবার মুক্তি পাচ্ছে জিম্মিরা

ছবি

সীমান্তে সংঘর্ষ: পাকিস্তানের ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের

ছবি

গাজায় ত্রাণ প্রবেশ শুরু, বন্দি মুক্তি প্রক্রিয়া সোমবার থেকে

ছবি

শান্তি প্রস্তাব মানলেও অস্ত্র জমা দেবে না হামাস

ছবি

ভারতে বিদেশিদের বিরুদ্ধে মামলার সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ

ছবি

পাকিস্তানে তালেবানের হামলা নিয়ে মুখ খুলল ‘বন্ধু’ সৌদি!

ছবি

আফগান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ: দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

ছবি

আল্টিমেটামের জবাবে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো বেইজিং

ছবি

গাজা থেকে জিম্মিমুক্তি শুরু কখন, কীভাবে

ছবি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?

ছবি

সীমান্তে রাতভর গোলাগুলিতে ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি কাবুলের

ছবি

আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে,” বলছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

ছবি

শান্তিতে নোবেল পাওয়া ভেনেজুয়েলার মাচাদোকে নিয়ে সমালোচনা

ছবি

বোমা-ড্রোনের শব্দ ছাড়া গাজাবাসীর প্রথম রাত

ছবি

যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনে ব্যাপক ছাঁটাই শুরু, ট্রাম্প ডেমোক্র্যাটদের দায়ী করলেন

ছবি

‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করলো উত্তর কোরিয়া

ছবি

মাচাদোকে বললে আমাকে নোবেলটা দিয়ে দিত: ট্রাম্প

tab

সেনা প্রত্যাহারের নির্দেশ পেয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনায় ভারত

সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ১৯ নভেম্বর ২০২৩

মালদ্বীপ থেকে ভারতকে সৈন্য প্রত্যাহার করে নিতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শপথ গ্রহণের একদিন পর আনুষ্ঠানিকভাবে এই দ্বীপ দেশ থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন মালদ্বীপের নতুন এই প্রেসিডেন্ট।

এদিকে মালদ্বীপের এই ঘোষণার পরই ভারত সরকারের পরবর্তী পরিকল্পনা নিয়ে জল্পনা শুরু হয়। এমনকি এই বিষয়ে সমাধানসূত্র খুঁজতে মালদ্বীপের সঙ্গে আলোচনাও শুরু করেছে ভারত।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রোববার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে শনিবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় ঘোষণা করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, এই সমস্যার সমাধানসূত্র খুঁজতে উভয় দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে।

এর আগে শনিবার নিজ কার্যালয়ে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বৈঠকে করেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। বৈঠক শেষে প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতীয় ওই মন্ত্রী গত শুক্রবার মুইজ্জুর শপথ গ্রহণের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অবশ্য সৈন্য প্রত্যাহার করে নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানালেও এখনও পর্যন্ত নয়াদিল্লি এ বিষয়ে নীরব রয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সর্বোচ্চ নীতি নির্ধারকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশটিতে ভারতের প্রায় ৭০ জন সৈন্য রয়েছেন। এছাড়াও দেশটিতে ভারতীয় কিছু রাডার এবং নজরদারি বিমানও রয়েছে। এছাড়া ভারতীয় যুদ্ধজাহাজ দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলে টহল দিতেও সাহায্য করে থাকে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে মোহাম্মদ মুইজ্জুর নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই দ্বীপপুঞ্জ থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারে ব্যবস্থা গ্রহণ করা। আর তাই গত শুক্রবার শপথ নেওয়ার পরপরই জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

সেই ভাষণে ভারতের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘মালদ্বীপে কোনও বিদেশি সেনা থাকবে না।’

ভারতীয় সরকারের বেশ কয়েকটি সূত্র বলছে, ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রী রিজিজু শনিবার মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাতকালে প্রেসিডেন্ট মালদ্বীপে উপস্থিত ভারতীয় সামরিক কর্মীদের সরিয়ে নেওয়া এবং এখানে ভারতীয় বিমানের টহলের বিষয়টি উত্থাপন করেন।

সূত্রগুলো জানায়, প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের নাগরিকদের চিকিৎসার জন্য এই ভারতীয় হেলিকপ্টার ও বিমানের অবদানের কথা স্বীকার করেছেন। প্রত্যন্ত দ্বীপে অবস্থানরত আন্তর্জাতিক পর্যটকদের এ বিষয়ে আস্থার ইস্যুতেও তারা একমত হয়েছেন।

আর তাই এই বিষয়ে আলোচনা করে সমাধান সূত্র খোঁজা হবে বলে দুই দেশের পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এনডিটিভি দাবি করেছে।

উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় আগে অনুষ্ঠিত মালদ্বীপের নির্বাচনে কট্টর ভারতবিরোধী অবস্থান নিয়ে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহকে পরাজিত করেন মোহাম্মদ মুইজ্জু। তার নির্বাচনী প্রচারণার মূল প্রতিশ্রুতিই ছিল ভারত মহাসাগরীয় এই দ্বীপ দেশটিতে অবস্থানরত ভারতীয় সৈন্যদের প্রত্যাহারে নয়াদিল্লিকে বাধ্য করা।

এমনকি মালদ্বীপের সর্বশেষ এই প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদের প্রচারণার প্রধান স্লোগান হয়ে উঠেছিল ‘ইন্ডিয়া আউট’। আর এই স্লোগানের মাধ্যমে নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে সদ্য সাবেক প্রেসিডেন্ট সোলিহকে কোণঠাসা করার চেষ্টাও করেন বিরোধীরা।

back to top