হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর প্রথমবারের মত ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। এর জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণে করে ইসরায়েল। এতে তিনজন নিহত হয়।
হিজবুল্লাহ জানায়, তারা গাজার ফিলিস্তিনিদের পক্ষ হয়ে সীমান্তে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। শুক্রবার ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে তাদের এক যোদ্ধাও আছে।
আল জাজিরা জানায়, শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে রকেট হামলার সাইরেন বেজে ওঠে, এতে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছুটাছুটি শুরু করেন।
ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা লেবানন থেকে ছোড়া দুটি রকেট প্রতিহত করেছে, এরপর তারা লেবাননের যেখান থেকে রকেটগুলো ছোড়া হয়েছে সেখানে গোলাবর্ষণ করেছে। তারা ‘সন্ত্রাসীদের একটি সেলে’ আঘাত হেনেছে বলেও দাবি করেছে।
লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানায়, ইসরায়েলের গোলাবর্ষণে লেবাননের সীমান্ত শহর হাউলায় দুইজন এবং জেবেইন গ্রামে একজন নিহত হয়।
হাউলা শহরের মেয়র সাকিব কুতায়েক জানান, ইসরায়েলি গোলায় শহরটিতে এক বৃদ্ধা ও তার ৩৫ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন, তারা দু’জনের বেসামরিক।
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩
হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর প্রথমবারের মত ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। এর জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণে করে ইসরায়েল। এতে তিনজন নিহত হয়।
হিজবুল্লাহ জানায়, তারা গাজার ফিলিস্তিনিদের পক্ষ হয়ে সীমান্তে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। শুক্রবার ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে তাদের এক যোদ্ধাও আছে।
আল জাজিরা জানায়, শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে রকেট হামলার সাইরেন বেজে ওঠে, এতে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছুটাছুটি শুরু করেন।
ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা লেবানন থেকে ছোড়া দুটি রকেট প্রতিহত করেছে, এরপর তারা লেবাননের যেখান থেকে রকেটগুলো ছোড়া হয়েছে সেখানে গোলাবর্ষণ করেছে। তারা ‘সন্ত্রাসীদের একটি সেলে’ আঘাত হেনেছে বলেও দাবি করেছে।
লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানায়, ইসরায়েলের গোলাবর্ষণে লেবাননের সীমান্ত শহর হাউলায় দুইজন এবং জেবেইন গ্রামে একজন নিহত হয়।
হাউলা শহরের মেয়র সাকিব কুতায়েক জানান, ইসরায়েলি গোলায় শহরটিতে এক বৃদ্ধা ও তার ৩৫ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন, তারা দু’জনের বেসামরিক।