জাতীয় নির্বাচন পরবর্তী রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ।
পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক রোববার (৩ মার্চ) ফল ঘোষণা করেছেন বলে খবর প্রকাশ করেছে ডন।
জাতীয় পরিষদের ভোটাভুটিতে শাহবাজ ২০১ ভোট পেয়েছেন। আর প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট। পাকিস্তানের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী হতে হলে কোনো প্রার্থীকে পার্লামেন্টের ৩৩৬ সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে।