image

সৌদি আরব ও আশপাশের দেশে কবে ঈদ, কী বলছেন জ্যোতির্বিদরা

সোমবার, ০৮ এপ্রিল ২০২৪
সংবাদ অনলাইন ডেস্ক

শেষের দিকে রমজান মাস। তাই দেশে দেশে মুসলমানরা ঈদুল ফিতরের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এক মাসের রোজা শেষে এই ঈদ উৎসব।

এ বছর রমজান মাস ৩০ দিনের হতে পারে বলে জ্যোতির্বিদদের হিসাব–নিকাশের বরাতে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সেই হিসাবে, সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোয় আগামী বুধবার (১০ এপ্রিল) ঈদ। সৌদি আরব ও আশপাশের দেশগুলোয় আজ সোমবার (৮ এপ্রিল) ২৯ রমজান।

হিজরি বর্ষপঞ্জি চাঁদ দেখার উপর নির্ভর করে। চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনের হয়। তাই ঈদ কবে হবে, সেটা নিশ্চিত করে জানার জন্য ২৯ রমজানের ইফতারের পর সন্ধ্যার আকাশে চাঁদ দেখা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এর আগে জানার সুযোগ নেই।

চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন হবে। আর চাঁদ দেখা না গেলে জ্যোতির্বিদদের হিসাব সত্যি করে, ঈদ হবে বুধবার। সে ক্ষেত্রে আগামীকাল এসব দেশের মানুষ আরও এক দিন রোজা রাখবেন।

বাংলাদেশসহ অন্য দেশগুলো নিজস্ব পন্থায় চাঁদ দেখে ঈদের তারিখ ঘোষণা করে থাকে। চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট দেশের রেডিও–টিভিতে তা প্রচার করা হয়।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি