image

উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে ইসরায়েলি মালবাহী জাহাজ জব্দ করল ইরান

শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই শনিবার হরমুজ প্রণালির কাছ ইসরায়েল-সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

পর্তুগীজ পতাকাবাহী ওই জাহাজের নাম ‘এমসিএস এরিস’। ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফারের আংশিক মালিকানাধীন আন্তর্জাতিক শিপিং কোম্পানি ‘জোডিয়াক মেরিটাইম’- এর জাহাজ এটি।

ইরান সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলা পর এর প্রতিশোধ নেওয়া এবং গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ বন্ধ করার হুমকি দেওয়ার কয়েকদিনের মাথায় এই জাহাজ জব্দ হল।

বার্তাসংস্থা রয়টার্সের হাতে পাওয়া একটি ফুটেজে দেখা গেছে, সেনারা একটি হেলিকপ্টার থেকে জাহাজে নামছে।

ট্র্যাকিং ডাটায় সর্বশেষ এমএসসি এরিস কে সংযুক্ত আরব আমিরাত উপকূলে দেখা গেছে। ১৮ মাস আগে জাহাজটি হরমুজ প্রণালী অভিমুখে যাত্রা করেছিল বলে জানিয়েছে বিবিসি।

এমএসসি নিশ্চিত করে জানিয়েছে যে ইরান জাহাজটি জব্দ করেছে এবং তারা ২৫ ক্রুসহ জাহাজটির নিরাপদে প্রত্যাবর্তনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর নৌবাহিনী শাখা এমএসসি জব্দ করেছে। কারণ, জাহাজটির সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা আছে। জাহাজটিকে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে ইরানের কর্মকর্তারা এখনও এই জাহাজ জব্দের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি