ভারতের অর্থনৈতিক শহর মুম্বাইয়ে ঝড়ে বিশাল আকৃতির একটি বিলবোর্ড ভেঙে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৪ জন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার বিকালের দিকে হঠাৎ শক্তিশালী ঝড় শুরু হলে বিলবোর্ডটি ভেঙে পড়লে এর নিচে বহু মানুষ চাপা পড়ে। এ সময় নগরীর ঘাটকোপার এলাকায় একটি পেট্রল পাম্পের বিপরীত দিকে থাকা ৭০ মিটার বাই ৫০ মিটার মাপের ওই বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ে। সেটি সরাসরি পেট্রল পাম্পটির ওপর এসে পড়ে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিলবোর্ডটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপরে এসে পড়ে। গাড়িগুলোর ছাদ বিলবোর্ডটির ধাতব কাঠামো ভেদ করে বের হয়ে থাকে, অনেকগুলো গাড়ি চূর্ণ হয়ে যায়। শতাধিক মানুষ বিলবোর্ডটির নিচে চাপা পড়েন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অন্তত ৬৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এখনও ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানায় পুলিশ।
অর্থ-বাণিজ্য: রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা