image

যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত অন্তত ১৮

সোমবার, ২৭ মে ২০২৪
সংবাদ ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস, আরকানসাস, ওকলাহোমা ও কেনটাকিতে শক্তিশালী ঝড়ে চার শিশুসহ কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।

রবিবার (২৬ মে) আঘাত হানা টর্নেডো ও ঝড়ে এসব রাজ্যের বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির স্টর্ম প্রেডিকশন সেন্টার সতর্ক করে বলেছে, এসব অঞ্চলে অতি শক্তিশালী টর্নেডো, ব্যাপক শিলাবৃষ্টি এবং প্রবল ঝড়ে বিস্তৃত ক্ষয়ক্ষতি হতে পারে।

শক্তিশালী টর্নেডোর আগাতে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে টেক্সাস রাজ্যে। কুক কাউন্টিতে একই পরিবারের তিনজনসহ অন্তত সাতজন নিহত হয়। আহত হয়েছে শতাধিক।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি