image

ক্যান্সার চিকিৎসার পর প্রথমবার জনসমক্ষে কেট মিডলটন

শনিবার, ১৫ জুন ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন, যিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন, কেমোথেরাপি ও অস্ত্রোপচারের পর প্রথমবার জনসমক্ষে এসেছেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক সামরিক কুচকাওয়াজে কেট তার তিন সন্তানকে নিয়ে রাজকীয় ঘোড়ার গাড়িতে যোগ দেন।

শুক্রবারের কুচকাওয়াজে পাঁচ মাস আগে অস্ত্রোপচার করার পর এই প্রথম কেট জনসমক্ষে উপস্থিত হলেন। তাকে রাজকীয় ঘোড়ার গাড়িতে দেখতে পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা জনতা উল্লাস প্রকাশ করে এবং হাত নেড়ে শুভেচ্ছা জানায়। এ সময় রাজা চার্লস এবং রানি ক্যামিলা অন্য একটি রাজকীয় ঘোড়ার গাড়িতে ছিলেন। কেটের স্বামী প্রিন্স উইলিয়াম ঘোড়ার পিঠে ছিলেন, অন্যান্য রাজপরিবারের সদস্যদের সঙ্গে।

কুচকাওয়াজ শেষে, বাকিংহাম প্রাসাদের বারান্দা থেকে কেট জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়, যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহের সঞ্চার করে।

ক্যান্সার সনাক্ত হওয়ার পর থেকে কেট (৪২) প্রতিরোধমূলক কেমোথেরাপি নিচ্ছেন। তার চিকিৎসা অব্যাহত থাকলেও তিনি গত ডিসেম্বরের পর এই প্রথম জনসমক্ষে আসলেন।

শুক্রবার, একটি ব্যক্তিগত বার্তায় কেট বলেন, “আমি ভালোভাবে সেরে উঠছি, তবে এখনো শঙ্কামুক্ত নই।” তিনি আরও জানান, শনিবারের প্যারেডে অংশগ্রহণের পর আরও কিছু জনসমাবেশে যোগ দেওয়ার আশা করছেন।

গত জানুয়ারিতে পেটের বড় ধরনের অস্ত্রোপচারের পর কেট দুই সপ্তাহ হাসপাতালে ছিলেন। মার্চে এক ভিডিও বার্তায় তিনি তার ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ করেন।

কেট বলেন, “আমি ভালো অগ্রগতি করছি। কিন্তু কেমোথেরাপির মধ্যে থাকা যে কেউ জানবে, এতে ভালো ও খারাপ দুই ধরনের দিনই থাকে।”

কেটের দপ্তর, কেনসিংটন প্যালেস, ক্যান্সারের ধরন বা তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি। তবে জানিয়েছে যে ফেব্রুয়ারি থেকে কেট প্রতিরোধমূলক কেমোথেরাপি নিচ্ছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি