সংবাদ ডেস্ক

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

গাজার ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত

image

গাজার ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
সংবাদ ডেস্ক

ইসরায়েল ও হামাসের মধ্যে গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকার প্রায় ৯০ শতাংশ মানুষ অন্তত একবারের জন্য হলেও বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবিক কার্যক্রমবিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) প্যালেস্টাইন অঞ্চলের প্রধান আন্দ্রেয়া ডি ডোমিনিকো গত বুধবার বলেন, গাজার প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ডোমিনিকো সাংবাদিকদের বলেন, ‘আমাদের অনুমান, অক্টোবরের পর থেকে দুর্ভাগ্যবশত গাজা উপত্যকার প্রতি ১০ জন বাসিন্দার ৯ জনই অন্তত একবারের জন্য বাস্তুচ্যুত হয়েছেন। কেউ কেউ ১০ বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন।’

বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার ব্যাখ্যা দিয়ে জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, ‘ধারণা করা হচ্ছিল, আগে গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ১৭ লাখ। পরে আমরা রাফায় (গাজার দক্ষিণের শহর) আক্রমণ হতে দেখেছি। সেখান থেকে আরও মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এরপর উত্তরাঞ্চলেও হামলা হয়েছে। এ অঞ্চল থেকেও মানুষ অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।’

ইসরায়েলের হামলা বারবারই গাজার লোকজনকে তাদের বাসস্থান বদলাতে বাধ্য করেছে বলে উল্লেখ করেন ডোমিনিকো। তিনি আরও বলেন, গাজায় বাস্তুচ্যুত হওয়া ১৯ লাখ মানুষের বাইরেও অনেকে আছেন, যারা নানা ধরনের ভয়-আতঙ্ক ও দুর্দশার মধ্যে কাটাচ্ছেন। প্রতিদিনই তারা স্বপ্ন ও আশাহীন হয়ে পড়ছেন।

ইসরায়েলি বাহিনীর অভিযানের মুখে গাজা উপত্যকা কার্যত দুই ভাগে (অবরুদ্ধ উত্তর ও দক্ষিণাঞ্চল) ভাগ হয়ে গেছে। ওসিএইচএর হিসাব অনুযায়ী, উপত্যকাটির উত্তরাঞ্চলে তিন থেকে সাড়ে তিন লাখ মানুষের বসবাস। তারা দক্ষিণে যেতে পারেন না।

যুদ্ধ শুরুর পর থেকে আনুমানিক ১ লাখ ১০ হাজার মানুষ গাজা থেকে রাফা ক্রসিং দিয়ে মিসরে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। গত মে মাসের শুরুর দিকে এ সীমান্তপথ বন্ধ করে দেয়া হয়। ডোমিনিকো জানান, এসব মানুষের একটি অংশ মিসরেই আছেন। বাকিরা অন্যত্র চলে গেছেন।

প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় তা-ব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দেয়া তথ্যের ভিত্তিতে এএফপি জানায়, হামাসের ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ১৯৫ জন নিহত হন। এ ছাড়া হামাস যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, জিম্মিদের মধ্যে ১১৬ জন এখনও গাজায় আছেন। মারা গেছেন ৪২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই নারী ও শিশু।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি

» যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ

» দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখলের ঘোষণা

» ক্ষমতাধর পুতিন ভারত সফরে-দিল্লি কী চায়, কী হারাতে পারে

» ট্রাম্পকে ইউরোপের শত্রু মনে করে অর্ধেক ইউরোপীয়, বলছে জরিপ

» মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

» তেল, প্রতিরক্ষা, ভূরাজনীতি: কেন ভারত সফর করছেন পুতিন

» পাকিস্তানে ২১ বছরে সর্বোচ্চ বেকারত্ব

» ইসরায়েলিদের বাধায় নিজেদের জমিতে যেতে পারেন না ফিলিস্তিনিরা