image

ইউক্রেইনে তেলবাহী লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে নিহত ১৪

সংবাদ অনলাইন রিপোর্ট

ইউক্রেইনের পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ছয় বছর বয়সী একটি শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন।

রয়টার্স জানায়, শনিবার দেশটির রিভনে অঞ্চলের এ দুর্ঘটনায় দুই যানের আরোহীদের মধ্যে মাত্র একজন বেঁচে আছেন।

দেশটির জরুরি পরিষেবা টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বার্তায় জানিয়েছে, বেঁচে যাওয়া যাত্রী একজন নারী। তিনি গুরুতর আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেইনে যুদ্ধরত রাশিয়ার বাহিনীগুলো শনিবার দেশটির দোনেৎস্ক অঞ্চলের আরও অগ্রসর হয়ে সোকিল নামের একটি গ্রামের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত

সম্প্রতি