image

মমতা বন্দ্যোপাধ্যায়: ছাত্র আন্দোলনকে সমর্থন, অপতথ্যের অভিযোগ

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের ছাত্রসংগঠন টিএমসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দেন। এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কিছু গণমাধ্যম অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন মমতা।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে মমতা স্পষ্ট করেন যে, তিনি শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি বরং তাদের আন্দোলনকে ন্যায্য দাবি করে পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছেন।

মমতা দাবি করেন, তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি। বরং তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন, যারা পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুটি ভিন্ন দেশ, যদিও সংস্কৃতিগত মিল রয়েছে। মমতা বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে অনুপ্রেরণা দিয়েছেন, বিশেষত নরেন্দ্র মোদি ও তাঁর দলের বিরুদ্ধে যাঁরা পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি