সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।গতকাল রোববার রাতে হামলার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সিরিয়ায় কয়েক শ হামলা চালিয়েছে ইসরায়েল। তারা বিশেষ করে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা সানাকে জানিয়েছেন, লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনার ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তিনি আরও জানায়, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ায় তাদের অভিযানের বিষয়ে কোনও মন্তব্য করেনি।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি জেটগুলো সিরিয়ার আকাশসীমা এড়ানোর জন্য লেবাননের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে, যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী কাজ করছে।
মাস্যাফের সরকারি হাসপাতালের পরিচালক জানান, হতাহতরা বেশিরভাগই বেসামরিক নাগরিক।
তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইসরায়েলি হামলায় এক পুরুষ ও তার সন্তানসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তারা একটি গাড়িতে ছিলেন। এছাড়া হামলায় চার সেনা নিহত হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা