লেবাননে ইসরায়েলের বিমান ও স্থল হামলার কারণে গত ২৪ ঘণ্টায় ২৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বৃহস্পতিবার অনলাইন প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, "বোমা হামলার কারণে অনেক স্বাস্থ্যকর্মী তাদের কাজের স্থান ছেড়ে পালিয়ে যাচ্ছে। ফলে জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।"
দক্ষিণ লেবাননের ৩৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে এবং বৈরুতের কিছু হাসপাতালেও কর্মী সংকট দেখা দিয়েছে। ডব্লিউএইচও-এর লেবানন প্রতিনিধি আবদুনাসির আবুবকর জানান, একদিনে দায়িত্ব পালনরত সব স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, যারা আহতদের সেবা দিচ্ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানিয়েছেন, গত তিন দিনে ৪০ জন অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক কর্মী প্রাণ হারিয়েছেন। গত এক বছরে ইসরায়েলের হামলায় ২ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ১২৭ জন শিশু।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা