নিজস্ব বার্তা পরিবেশক

রোববার, ০৬ অক্টোবর ২০২৪

বসনিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ মৃত্যু, বহু নিখোঁজ

image

বসনিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ মৃত্যু, বহু নিখোঁজ

রোববার, ০৬ অক্টোবর ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক

বসনিয়া-হের্জেগোভিনার মধ্যাঞ্চলে হঠাৎ বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

উদ্ধার কর্মীরা শনিবার সকালে ডোনিয়া ইয়াব্লানিচ্ছা গ্রামের ধ্বংসস্তূপ খুঁড়ে নিখোঁজ লোকজনের খোঁজ শুরু করেন।

শুক্রবার বলকান দেশটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্যার কবলে পড়ে। এতে অনেকগুলো শহর ও গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহু ঘরবাড়ি পুরোপুরি ডুবে যায়।

হের্জেগোভিনা-নেরেতভা প্রদেশের সরকারি কর্মকর্তা ডার্কো ইউকা শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, সব তথ্য সংকলনা করার পর ইয়াব্লানিচ্ছা এলাকায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে সরকার সিদ্ধান্তে এসেছে।

এর আগে একইদিন এনআই টেলিশিভন জানিয়েছিল, ২১ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

ইয়াব্লানিচ্ছা এলাকাটি রাজধানী সারায়েভো থেকে ৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। এখানে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার ইউকা জানিয়েছিলেন।

রয়টার্স জানিয়েছে, একটি এক্সকেভেটর দিয়ে গাড়ি ও বাড়িগুলোর ওপর থেকে ধ্বংসস্তূপ সরানো হয়, ভেতরে জীবিত কেউ আছেন কি না উদ্ধারকারীরা পাশ থেকে দেখার চেষ্টা করছিলেন।

কাছেই একটি বাড়িতে বোনের সঙ্গে দাঁড়িয়ে থাকা আলকা গ্লুজিক (৭৪) তার এক ভাই ও পরিবারের আরও তিন সদস্যকে হারিয়েছেন।

কান্নারত গ্লুজিক রয়টার্সকে বলেন, “ভাইয়ের বাড়িটি বন্যায় ভেসে গেছে। ওই বাড়ির কেউ বেঁচে নেই।”

বসনিয়ার গণমাধ্যম জানিয়েছে, ভারি বৃষ্টির কারণে রাতে উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়েছে। তবে সকালে বৃষ্টি থামার পরপরই উদ্ধারকাজ ফের শুরু করা হয়। ডোনিয়া ইয়াব্লানিচ্ছার বহু বাড়ি এখনও পানিতে তলিয়ে আছে।

নেজিমা বেগোভিট (৬২) ভাগ্যবান। কারণ তার বাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত অবস্থায় বের হয়ে আসতে পেরেছেন।

তিনি বলেন, “আমি লোকজনের চিৎকার শুনছিলাম, কিন্তু হঠাৎ সব নিশ্চুপ হয়ে গেল। তখন আমি বললাম, সেখানে সবাই মারা গেছে।”

শুক্রবার হড়কা বানের কারণে ডোনিয়া ইয়াব্লানিচ্ছার উপরের দিকে থাকা পাথরের খনি ধসে পড়ে আর পাথর ও আবর্জনায় গ্রামের বাড়ি ও গাড়িগুলো চাপা পড়ে।

ইনেস ইমামোভিচ (৬৬) জানান, শুক্রবার ভোর প্রায় ৫টার দিকে বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়।

“খনির পাথর ও ধূলায় সবকিছু সাদা হয়ে যায়। আমার বন্ধুর বাড়ি ধ্বংস হয়ে যায়। অনেক চিৎকার শুনেছি,” বলেন তিনি।

এই বন্যার আগে পুরো বলকান অঞ্চলজুড়ে ও ইউরোপের অধিকাংশ এলাকায় নজিরবিহীন গ্রীষ্মকালীন খরা চলেছে। বহু নদী ও হ্রদ শুকিয়ে যায়। এতে কৃষির ব্যাপক ক্ষতি হয় ও বলকান অঞ্চলের শহরগুলোতে পানির অভাব দেখা দেয়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আবহাওয়ার এসব চরম পরিবর্তন জলবায়ু পরিবর্তনের লক্ষণ হতে পারে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

» ব্রোঞ্জ যুগের শহরের সন্ধান

» ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার

» ইসরায়েলকে সরতে বলল কাতার-মিসর-তুরস্ক ও সৌদি

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি

» যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ

» দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখলের ঘোষণা

» ক্ষমতাধর পুতিন ভারত সফরে-দিল্লি কী চায়, কী হারাতে পারে

» ট্রাম্পকে ইউরোপের শত্রু মনে করে অর্ধেক ইউরোপীয়, বলছে জরিপ