যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় ক্যাপিটল হিলে তিনি শপথ নেন।
সাধারণত ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের বাইরে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও, তীব্র ঠান্ডার কারণে এবার তা ভবনের ভেতরে, ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হয়। এখানেই আট বছর আগে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ট্রাম্প।
প্রধান বিচারপতি জন রবার্টসের সামনে একটি বাইবেলের ওপর হাত রেখে শপথ গ্রহণ করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি আন্তরিকভাবে শপথ করছি যে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব এবং আমার সর্বোচ্চ ক্ষমতায় সংবিধান সংরক্ষণ করব, নিরাপদ রাখব ও রক্ষা করব।”
ট্রাম্পের শপথের আগে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ গ্রহণ করেন।
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় ক্যাপিটল হিলে তিনি শপথ নেন।
সাধারণত ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের বাইরে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও, তীব্র ঠান্ডার কারণে এবার তা ভবনের ভেতরে, ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হয়। এখানেই আট বছর আগে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ট্রাম্প।
প্রধান বিচারপতি জন রবার্টসের সামনে একটি বাইবেলের ওপর হাত রেখে শপথ গ্রহণ করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি আন্তরিকভাবে শপথ করছি যে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব এবং আমার সর্বোচ্চ ক্ষমতায় সংবিধান সংরক্ষণ করব, নিরাপদ রাখব ও রক্ষা করব।”
ট্রাম্পের শপথের আগে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ গ্রহণ করেন।