মধ্য ফেব্রুয়ারিতে ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সম্মেলনে আমন্ত্রিত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও। এই সফরকে ঘিরেই দুই নেতার বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে, তবে বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ফ্রান্সে এআই সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে, না হলে মোদী ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন।
দুই দেশের মধ্যে অবৈধ অভিবাসন ও শুল্ক নিয়ে সম্ভাব্য উত্তেজনার কারণে বৈঠকের আয়োজন দ্রুত করতে চাইছে উভয় পক্ষ। এছাড়া, চলতি বছরের শেষ দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের ভারত সফরেরও পরিকল্পনা রয়েছে।
এর আগে, ২০১৯ সালে ট্রাম্প ও মোদী যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদী’ সমাবেশে একসঙ্গে অংশ নিয়েছিলেন, যেখানে ৫০ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
মধ্য ফেব্রুয়ারিতে ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সম্মেলনে আমন্ত্রিত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও। এই সফরকে ঘিরেই দুই নেতার বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে, তবে বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ফ্রান্সে এআই সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে, না হলে মোদী ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন।
দুই দেশের মধ্যে অবৈধ অভিবাসন ও শুল্ক নিয়ে সম্ভাব্য উত্তেজনার কারণে বৈঠকের আয়োজন দ্রুত করতে চাইছে উভয় পক্ষ। এছাড়া, চলতি বছরের শেষ দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের ভারত সফরেরও পরিকল্পনা রয়েছে।
এর আগে, ২০১৯ সালে ট্রাম্প ও মোদী যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদী’ সমাবেশে একসঙ্গে অংশ নিয়েছিলেন, যেখানে ৫০ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।