মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্তে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর এই দেশ দুটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের ঘোষিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউমের সঙ্গে ফোনালাপ করেন তিনি। আলোচনার পর শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত হয়।
ট্রাম্প জানান, মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করতে রাজি হয়েছে শেনবাউম প্রশাসন। একইভাবে, কানাডা উত্তর সীমান্তের নিরাপত্তা জোরদার করতে এবং ক্ষতিকর মাদক পাচার বন্ধ করতে প্রতিশ্রুতি দিয়েছে।
ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেয়, যা বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা তৈরি করে। তবে সমঝোতা হওয়ায় আপাতত সে উদ্বেগ কমেছে।
ট্রুডো জানিয়েছেন, কানাডা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজার সেনা মোতায়েন করবে এবং মাদক পাচারকারীদের সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করবে। ফেনটানিলের পাচার ঠেকাতে একজন বিশেষ ফেনটানিল জার নিয়োগের কথাও জানান তিনি।
এদিকে, ট্রাম্প চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তবে এই শুল্ক কার্যকর হওয়ার আগে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চূড়ান্ত আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কানাডা, মেক্সিকো ও চীন যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান বাণিজ্যিক অংশীদার। গত শনিবার ট্রাম্প এই তিন দেশ থেকে আমদানি করা পণ্যে শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেছিলেন, যা স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে নতুন সমঝোতার ফলে কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
অর্থ-বাণিজ্য: সাড়ে ৩ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: রপ্তানির নথি জমা দেয়া যাবে অনলাইনে
অর্থ-বাণিজ্য: সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে ভ্যাট রিফান্ডের টাকা
অর্থ-বাণিজ্য: আবাসনে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে উত্থান, বাড়লো সূচক ও লেনদেন
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম