পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা ৪৫০-রও বেশি যাত্রীবাহী একটি ট্রেন ছিনতাই করেছে। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ১০৪ জন যাত্রীকে উদ্ধার ও ১৬ হামলাকারীকে হত্যা করেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।
বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে বলে রয়টার্স জানিয়েছে।
ট্রেনে হামলা, যাত্রীদের জিম্মি
মঙ্গলবার (স্থানীয় সময়) সকাল ৯টার দিকে নয় বগির জাফর এক্সপ্রেস খাইবার পাখতুনখওয়ার পেশোয়ার শহরের উদ্দেশে কোয়েটা ছাড়ে। দুপুর ১টার দিকে বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফের কাছে ট্রেনটিতে হামলা হয়।
রেলওয়ে কর্মকর্তারা ডনকে জানিয়েছেন , সশস্ত্র বিদ্রোহীরা ট্রেনের লোকোমোটিভ লক্ষ্য করে রকেট ছোড়ে ও গুলিবর্ষণ করে, এতে ট্রেনটি থেমে যায়। হামলাকারীরা কয়েকজন নিরাপত্তা রক্ষীকে হত্যা করে ট্রেনটি দখলে নেয়। এরপর যাত্রীদের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে কিছু যাত্রীকে জিম্মি করে তারা।
পাকিস্তান রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ট্রেনের ৪৫০ জনেরও বেশি যাত্রী জিম্মি অবস্থায় ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিলেন।
উদ্ধার অভিযান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রেললাইন
নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১০৪ জন যাত্রীর মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছেন। অভিযান চলাকালে আহত ১৭ জন যাত্রীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
সশস্ত্র হামলাকারীরা জিম্মিদের নিয়ে নিকটবর্তী পর্বতে আশ্রয় নেয়। যাওয়ার আগে তারা বিস্ফোরক দিয়ে রেললাইন উড়িয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর অভিযানের পর হামলাকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পালানোর চেষ্টা করে।
নিরাপত্তা বাহিনী বন্ধুর পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। যেসব যাত্রী এখনো নিখোঁজ, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার, ১২ মার্চ ২০২৫
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা ৪৫০-রও বেশি যাত্রীবাহী একটি ট্রেন ছিনতাই করেছে। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ১০৪ জন যাত্রীকে উদ্ধার ও ১৬ হামলাকারীকে হত্যা করেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।
বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে বলে রয়টার্স জানিয়েছে।
ট্রেনে হামলা, যাত্রীদের জিম্মি
মঙ্গলবার (স্থানীয় সময়) সকাল ৯টার দিকে নয় বগির জাফর এক্সপ্রেস খাইবার পাখতুনখওয়ার পেশোয়ার শহরের উদ্দেশে কোয়েটা ছাড়ে। দুপুর ১টার দিকে বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফের কাছে ট্রেনটিতে হামলা হয়।
রেলওয়ে কর্মকর্তারা ডনকে জানিয়েছেন , সশস্ত্র বিদ্রোহীরা ট্রেনের লোকোমোটিভ লক্ষ্য করে রকেট ছোড়ে ও গুলিবর্ষণ করে, এতে ট্রেনটি থেমে যায়। হামলাকারীরা কয়েকজন নিরাপত্তা রক্ষীকে হত্যা করে ট্রেনটি দখলে নেয়। এরপর যাত্রীদের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে কিছু যাত্রীকে জিম্মি করে তারা।
পাকিস্তান রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ট্রেনের ৪৫০ জনেরও বেশি যাত্রী জিম্মি অবস্থায় ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিলেন।
উদ্ধার অভিযান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রেললাইন
নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১০৪ জন যাত্রীর মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছেন। অভিযান চলাকালে আহত ১৭ জন যাত্রীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
সশস্ত্র হামলাকারীরা জিম্মিদের নিয়ে নিকটবর্তী পর্বতে আশ্রয় নেয়। যাওয়ার আগে তারা বিস্ফোরক দিয়ে রেললাইন উড়িয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর অভিযানের পর হামলাকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পালানোর চেষ্টা করে।
নিরাপত্তা বাহিনী বন্ধুর পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। যেসব যাত্রী এখনো নিখোঁজ, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।