image

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩০, অধিকাংশই নারী ও শিশু

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে মঙ্গলবার ভোরে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। কয়েকশ মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মেদ জাকুত বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৩০ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু।"

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা চলাকালে এই হামলা হলো, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস ও রাফাসহ বিভিন্ন এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং উপত্যকার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পারমাণবিক সাবমেরিন থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

সম্প্রতি