গাজায় ভয়াবহ বিমান হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করেছিল ইসরায়েল। হোয়াইট হাউসের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
ফক্স নিউজের ‘হ্যানেটি’ শোতে এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বলেন, "গাজায় ইসরায়েলের হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন ও হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করা হয়েছিল।"
মঙ্গলবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপক বিমান হামলা চালায়, যাতে কমপক্ষে ২০০ জন নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল দেকরান রয়টার্সকে এ তথ্য জানান।
গত ১৯ জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই হামলাকে যুদ্ধবিরতির পর সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ হিসেবে বর্ণনা করা হচ্ছে।
হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, হামাস, হুতি, ইরান বা অন্য কেউ ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালালে তাদের কঠিন মূল্য দিতে হবে।"
এর আগে ট্রাম্পও প্রকাশ্যে হামাসকে সতর্ক করে বলেছিলেন, "হামাসকে গাজায় থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে, না হলে সেখানে নরক নেমে আসবে।"
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
অন্যদিকে, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
১৭ মাস ধরে চলা এই যুদ্ধে গাজার ২৩ লাখ অধিবাসীর প্রায় সবাই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন, আর সেখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে।
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
গাজায় ভয়াবহ বিমান হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করেছিল ইসরায়েল। হোয়াইট হাউসের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
ফক্স নিউজের ‘হ্যানেটি’ শোতে এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বলেন, "গাজায় ইসরায়েলের হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন ও হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করা হয়েছিল।"
মঙ্গলবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপক বিমান হামলা চালায়, যাতে কমপক্ষে ২০০ জন নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল দেকরান রয়টার্সকে এ তথ্য জানান।
গত ১৯ জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই হামলাকে যুদ্ধবিরতির পর সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ হিসেবে বর্ণনা করা হচ্ছে।
হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, হামাস, হুতি, ইরান বা অন্য কেউ ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালালে তাদের কঠিন মূল্য দিতে হবে।"
এর আগে ট্রাম্পও প্রকাশ্যে হামাসকে সতর্ক করে বলেছিলেন, "হামাসকে গাজায় থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে, না হলে সেখানে নরক নেমে আসবে।"
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
অন্যদিকে, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
১৭ মাস ধরে চলা এই যুদ্ধে গাজার ২৩ লাখ অধিবাসীর প্রায় সবাই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন, আর সেখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে।