alt

আন্তর্জাতিক

গাজায় পূর্ণমাত্রায় হামলা, আরও অঞ্চল দখলের হুমকি

যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের আহ্বান

বিদেশী সংবাদ মাধ্যম : শনিবার, ২২ মার্চ ২০২৫

যুদ্ধবিধ্বস্ত গাজার একটি এলাকা -এএফপি

গাজায় পূর্ণমাত্রায় হামলা চালিয়ে সংঘাত আরও তীব্র করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সেই সঙ্গে গাজার অতিরিক্ত এলাকা দখল করার হুমকিও দিয়েছেন তিনি। এক বিবৃতিতে এই ইসরায়েলি মন্ত্রী বলেন, আমরা আকাশ, সমুদ্র এবং স্থল থেকে হামলা চালিয়ে লড়াই আরও তীব্র করব। জিম্মিদের মুক্তি না দেওয়া এবং হামাস পরাজিত না হওয়া পর্যন্ত স্থল অভিযান সম্প্রসারণ করব।

কাটজ বলেন, জিম্মিদের মুক্তি দিতে ‘হামাস যত বেশি অস্বীকৃতি অব্যাহত রাখবে, তত বেশি ভূখ- ইসরায়েলের কাছে হারাবে’। ইসরায়েলি মন্ত্রীর এই হুমকি গায়ায় গণহত্যার যুদ্ধকে আরও উস্কে দেয়। কেননা জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে পুনরায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। সম্প্রতি ব্যাপক তাণ্ডব শুরু করলে শত শত নিরীহ মানুষ নিহত হয়েছে। গত মঙ্গলবার ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা শুরু করলে যুদ্ধবিরতি নতুন করে ভেঙে যায়। গত দুই-তিন দিনে ৫০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে দখলদার বাহিনী। এর জবাবে শনিবার প্রথমবার তেল আবিবে রকেট হামলা চালায় হামাস।

এদিকে, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। গাজা উপত্যকায় মানবিক সহায়তার প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যও ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছে তিন দেশ। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ওই যৌথ বিবৃতিটি দিয়েছেন। তাঁরা ওই বিবৃতিতে বলেন, ‘পানি, বিদ্যুৎসহ মানবিক সহায়তাগুলোর প্রবেশাধিকার ফিরিয়ে দিতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সংগতি রেখে চিকিৎসাসেবা ও চিকিৎসার উদ্দেশ্যে অস্থায়ীভাবে স্থানান্তরের সুযোগ নিশ্চিতের জন্য আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, তাঁরা বেসামরিক মানুষদের নিহত হওয়ার ঘটনায় মর্মাহত। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতিও আহ্বান জানিয়েছেন তাঁরা। পররাষ্ট্রমন্ত্রীদের মতে, সামরিকভাবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সমস্যার সমাধান করা যাবে না। একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা শান্তি প্রতিষ্ঠার একমাত্র নির্ভরযোগ্য পথ। মন্ত্রীরা আরও বলেন, গাজায় জাতিসংঘের প্রকল্প পরিষেবা কার্যালয় (ইউএনওপিএস) ভবনে হামলার ঘটনায় তাঁরা ‘গভীরভাবে মর্মাহত’। তাঁরা ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন।

যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান উপেক্ষা করে সম্প্রতি আকাশ ও স্থলপথে হামলা জোরদার করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় গত কয়েক দিনে ইসরায়েলের হামলায় প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় দেড় বছর ধরে। এই সময়ের মধ্যে অল্প কিছু দিন যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল অঞ্চলটিতে আবারও হামলা শুরু করেছে। এই হামলায় মাত্র ৭২ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সব মিলিয়ে প্রায় ৫০ হাজার। এদিকে, গাজার একমাত্র ক্যানসার হাসপাতালটিও ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬১৭ জনে। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৯৫০ জন। একই সময়ে, হামলায় নিখোঁজ হয়ে গেছেন প্রায় ১৪ হাজার।

এদিকে, ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালগুলোর ভেতরের পরিস্থিতি এখনো অত্যন্ত কঠিন। উত্তর গাজা ও গাজা শহরের আবাসিক ভবনগুলোর ওপর লাগাতার হামলার ফলে বিপুলসংখ্যক আহত ও নিহত ব্যক্তিকে হাসপাতালে আনা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে।গাজা উপত্যকার অন্যান্য অংশেও পরিস্থিতি ভয়াবহ। একাধিক বিমান হামলায় আরও অনেক আবাসিক ভবন, জনসাধারণের ব্যবহারযোগ্য স্থাপনা এবং সাময়িক আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়েছে, যেখানে মানুষ নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিল, অথচ আকস্মিক বোমা হামলার হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না।

এ ছাড়া, ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনী নেতজারিম করিডরের কাছে অবস্থিত ক্যানসার রোগীদের একমাত্র বিশেষায়িত হাসপাতাল তুরস্ক-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল উড়িয়ে দিয়েছে। মনে করা হচ্ছে, করিডর সম্প্রসারণ করে আরও বড় একটি বাফার জোন তৈরির লক্ষ্যেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

এই গণহত্যার যুদ্ধের শুরুতে করিডরটি ছিল ৫০০ মিটার (১ হাজার ৬৪০ ফুট) চওড়া, কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে আট কিলোমিটার (পাঁচ মাইল) এবং এটি ক্রমাগত আরও সম্প্রসারিত হচ্ছে। এই প্রক্রিয়ায় ইসরায়েলি বাহিনী আরও বহু আবাসিক ভবন ধ্বংস করেছে, পাশাপাশি ওই এলাকার বিস্তীর্ণ কৃষিজমিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের

ছবি

আকাশ থেকে পড়া বরফ খণ্ড নিয়ে রহস্য বাড়ল

যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় নিহত ৩

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত

ঈদ উপলক্ষে পাকিস্তানে ট্রেনের ভাড়া ২০ শতাংশ কমল

ছবি

কুরস্কে পিছু হটেছে ইউক্রেন, অভিযান ঘিরে নানা প্রশ্ন

ছবি

ইসরায়েলি হামলায় হামাস নেতা সালাহ আল-বারদাউইল নিহত

ছবি

নাইজারে মসজিদে জঙ্গি হামলায় নিহত ৪৪, তিন দিনের জাতীয় শোক ঘোষণা

ছবি

এবার যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ছবি

টোকিওতে ঐতিহাসিক বৈঠকে ৩ দেশ

ছবি

এরদোয়ানের হুঁশিয়ারি অগ্রাহ্য করে রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ

‘ক্ষমা চাইলে ইমরান খানের মুক্তি সম্ভব’

ছবি

যুক্তরাষ্ট্রে চার দেশের পাঁচ লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিলের ঘোষণা

ছবি

গাজার ‘আরও এলাকা দখলে’ নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইসরায়েলের

ছবি

হিথ্রোতে বিদ্যুৎ বিপর্যয়: সীমিত ফ্লাইট চালু, ক্ষতিগ্রস্ত অন্তত দুই লাখ যাত্রী

ছবি

উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান

বুলডোজার দিয়ে কৃষকদের তাঁবু গুঁড়িয়ে দিল পুলিশ

আমিরাতে ২৫ ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড

২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন কমেছে ১৩ শতাংশ

ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

ছবি

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ছবি

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

ছবি

নেতানিয়াহুর ‘অবিশ্বাস’, ইসরায়েলের গোয়েন্দা প্রধান রোনেন বার বরখাস্ত

ছবি

তেল আবিবে হামাসের রকেট হামলা

ছবি

ইসরায়েলের হামলায় তিন দিনে নিহত ৫০৬ ফিলিস্তিনি

ছবি

২০২৪ সালে আরও একদফা বেড়েছে সমুদ্রের উচ্চতা

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলজুড়ে বাজল সতর্ক সংকেত

যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিলেন জেলেনস্কি

ছবি

ইসরায়েলি আগ্রাসনে মানসিক বিপর্যয়ে শিশুরা

ছবি

গাজায় ইসরায়েলের তীব্র স্থল অভিযান, আতঙ্কে ফিলিস্তিনিরা

ছবি

ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপ:যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি

যুক্তরাষ্ট্রে বরখাস্ত ২৫ হাজার কর্মীকে বহালের নির্দেশ আদালতের

ছবি

চীনে জন্মহার বাড়াতে ভাতা ও বিনামূল্যে দুধ বিতরণ

গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসরায়েলিরা

ছবি

ট্রাম্প-পুতিন ফোনালাপ ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার

রেকর্ড তাপমাত্রায় কমেছে বরফ, বেড়েছে সমুদ্রের উচ্চতা

tab

আন্তর্জাতিক

গাজায় পূর্ণমাত্রায় হামলা, আরও অঞ্চল দখলের হুমকি

যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের আহ্বান

বিদেশী সংবাদ মাধ্যম

যুদ্ধবিধ্বস্ত গাজার একটি এলাকা -এএফপি

শনিবার, ২২ মার্চ ২০২৫

গাজায় পূর্ণমাত্রায় হামলা চালিয়ে সংঘাত আরও তীব্র করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সেই সঙ্গে গাজার অতিরিক্ত এলাকা দখল করার হুমকিও দিয়েছেন তিনি। এক বিবৃতিতে এই ইসরায়েলি মন্ত্রী বলেন, আমরা আকাশ, সমুদ্র এবং স্থল থেকে হামলা চালিয়ে লড়াই আরও তীব্র করব। জিম্মিদের মুক্তি না দেওয়া এবং হামাস পরাজিত না হওয়া পর্যন্ত স্থল অভিযান সম্প্রসারণ করব।

কাটজ বলেন, জিম্মিদের মুক্তি দিতে ‘হামাস যত বেশি অস্বীকৃতি অব্যাহত রাখবে, তত বেশি ভূখ- ইসরায়েলের কাছে হারাবে’। ইসরায়েলি মন্ত্রীর এই হুমকি গায়ায় গণহত্যার যুদ্ধকে আরও উস্কে দেয়। কেননা জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে পুনরায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। সম্প্রতি ব্যাপক তাণ্ডব শুরু করলে শত শত নিরীহ মানুষ নিহত হয়েছে। গত মঙ্গলবার ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা শুরু করলে যুদ্ধবিরতি নতুন করে ভেঙে যায়। গত দুই-তিন দিনে ৫০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে দখলদার বাহিনী। এর জবাবে শনিবার প্রথমবার তেল আবিবে রকেট হামলা চালায় হামাস।

এদিকে, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। গাজা উপত্যকায় মানবিক সহায়তার প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যও ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছে তিন দেশ। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ওই যৌথ বিবৃতিটি দিয়েছেন। তাঁরা ওই বিবৃতিতে বলেন, ‘পানি, বিদ্যুৎসহ মানবিক সহায়তাগুলোর প্রবেশাধিকার ফিরিয়ে দিতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সংগতি রেখে চিকিৎসাসেবা ও চিকিৎসার উদ্দেশ্যে অস্থায়ীভাবে স্থানান্তরের সুযোগ নিশ্চিতের জন্য আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, তাঁরা বেসামরিক মানুষদের নিহত হওয়ার ঘটনায় মর্মাহত। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতিও আহ্বান জানিয়েছেন তাঁরা। পররাষ্ট্রমন্ত্রীদের মতে, সামরিকভাবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সমস্যার সমাধান করা যাবে না। একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা শান্তি প্রতিষ্ঠার একমাত্র নির্ভরযোগ্য পথ। মন্ত্রীরা আরও বলেন, গাজায় জাতিসংঘের প্রকল্প পরিষেবা কার্যালয় (ইউএনওপিএস) ভবনে হামলার ঘটনায় তাঁরা ‘গভীরভাবে মর্মাহত’। তাঁরা ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন।

যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান উপেক্ষা করে সম্প্রতি আকাশ ও স্থলপথে হামলা জোরদার করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় গত কয়েক দিনে ইসরায়েলের হামলায় প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় দেড় বছর ধরে। এই সময়ের মধ্যে অল্প কিছু দিন যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল অঞ্চলটিতে আবারও হামলা শুরু করেছে। এই হামলায় মাত্র ৭২ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সব মিলিয়ে প্রায় ৫০ হাজার। এদিকে, গাজার একমাত্র ক্যানসার হাসপাতালটিও ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬১৭ জনে। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৯৫০ জন। একই সময়ে, হামলায় নিখোঁজ হয়ে গেছেন প্রায় ১৪ হাজার।

এদিকে, ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালগুলোর ভেতরের পরিস্থিতি এখনো অত্যন্ত কঠিন। উত্তর গাজা ও গাজা শহরের আবাসিক ভবনগুলোর ওপর লাগাতার হামলার ফলে বিপুলসংখ্যক আহত ও নিহত ব্যক্তিকে হাসপাতালে আনা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে।গাজা উপত্যকার অন্যান্য অংশেও পরিস্থিতি ভয়াবহ। একাধিক বিমান হামলায় আরও অনেক আবাসিক ভবন, জনসাধারণের ব্যবহারযোগ্য স্থাপনা এবং সাময়িক আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়েছে, যেখানে মানুষ নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিল, অথচ আকস্মিক বোমা হামলার হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না।

এ ছাড়া, ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনী নেতজারিম করিডরের কাছে অবস্থিত ক্যানসার রোগীদের একমাত্র বিশেষায়িত হাসপাতাল তুরস্ক-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল উড়িয়ে দিয়েছে। মনে করা হচ্ছে, করিডর সম্প্রসারণ করে আরও বড় একটি বাফার জোন তৈরির লক্ষ্যেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

এই গণহত্যার যুদ্ধের শুরুতে করিডরটি ছিল ৫০০ মিটার (১ হাজার ৬৪০ ফুট) চওড়া, কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে আট কিলোমিটার (পাঁচ মাইল) এবং এটি ক্রমাগত আরও সম্প্রসারিত হচ্ছে। এই প্রক্রিয়ায় ইসরায়েলি বাহিনী আরও বহু আবাসিক ভবন ধ্বংস করেছে, পাশাপাশি ওই এলাকার বিস্তীর্ণ কৃষিজমিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

back to top